শেষ হয়েও শেষ হয়নি প্রিমিয়ার ফুটবল লিগ। গতকাল বৃহস্পতিবার ছিল লিগের শেষ খেলা। এ খেলায় অংশ নেয় ব্রাদার্স ইউনিয়ন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। খেলায় ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে পরাজিত করে সিটি কর্পোরেশন একাদশকে। এ জয়ে ৯ খেলা শেষে ব্রাদার্সের পয়েন্ট হয়েছে ১৮। তার আগে শতদল ক্লাবও ৯ খেলা শেষে ১৮ পয়েন্ট অর্জন করেছে। ফলে এবারের জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগে ১৯ পয়েন্ট নিয়ে মাদারবাড়ী উদয়ন সংঘ চ্যাম্পিয়ন হলেও রানার্স আপ এখনো নির্ধারিত হয়নি ব্রাদার্স এবং শতদলের পয়েন্ট সমান হয়ে যাওয়াতে। রানার্স আপ নির্ধারণের জন্য দু’দলকে প্লে অফ ম্যাচে অংশ নিতে হবে। আগামী ১৯ অক্টোবর বুধবার বিকাল ৩টায় এম এ আজিজ স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
গতকাল ব্রাদার্স ইউনিয়ন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের খেলায় প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। যদিও বৃষ্টিভেজা পিচ্ছিল মাঠে দু’দল পরিশ্রম করেই খেলে। আক্রমন প্রতি আক্রমনে ব্যস্ত ছিল দু’দল। খেলার ২৫ মিনিটে ব্রাদার্সের নয়ন বঙ থেকেই শট নেন। নিশ্চিত গোল রক্ষা করেন সিটি কিপার। ৩০ মিনিটে নয়ন আবারো শট নেন সিটি গোল মুখে। কিপার লাইন থেকে বেরিয়ে যান। এবার নিশ্চিত আরেকটি গোল রক্ষা করেন সিটি স্টপার রফিকুল ইসলাম। তিনি হেড দিয়ে বল ফিরিয়ে দেন দুর্দান্তভাবে। ব্রাদার্স এবারো বঞ্চিত হয় নিশ্চিত গোল পাওয়া থেকে। দু’মিনিট পরেই পাল্টা আক্রমনে উঠে সিটি কর্পোরেশন। তবে সিটির সায়েম ব্রাদার্স কিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। কিছু পরে ব্রাদার্স গোলমুখে সিটি কর্পোরেশনের ফাহিম উদ্দিন সোহেল ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি। ফলে আর গোল পাওয়া হয়নি তাদের।
দ্বিতীয়ার্ধেও সমান প্রতিদ্বন্দ্বিতায় খেলা চলছিল। ১৯ মিনিটে ব্রাদার্সের বদলি খেলোয়াড় হেলাল বঙে ঢুকে শট নেন। বল সিটি রক্ষণভাগে খেলোয়াড়ের পায়ে লেগে প্রতিহত হয়। এরপর নয়নের শট যায় বাইরে। ২৪ মিনিটে ব্রাদার্সের দুই দফা আক্রমন সিটি কিপারের গায়ে লেগে ফিরে আসে। প্রথমে শফিকের শট এবং পরে হেলালের শট ঠেকিয়ে দেন কিপার। খেলা যখন ক্রমশ ড্রয়ের দিকে গড়াচ্ছিল ঠিক তখনই ৩৮ মিনিটে সংঘবদ্ধ আক্রমনে উঠে ব্রাদার্স ইউনিয়ন। বঙের মাঝ থেকে ডান দিকে একেবারে অরক্ষিত আশরাফুলের কাছে বল যায়। আশরাফুল সিটি কর্পোরেশনের কোন বাধা ছাড়াই গোল করে বসেন। ব্রাদার্স এগিয়ে যায় ১-০ গোলে। তিন মিনিট বাদেই পাল্টা আক্রমনে উঠে সিটি কর্পোরেশন। আদায় করে নেয় কর্নার। কর্নার থেকে খোরশেদের হেড ব্রাদার্স কিপার ধরে নিলে সমতার আশা শেষ হয়ে যায়। তার উপর পাল্টা আক্রমন করে ব্রাদার্স আরো একটি গোল পেয়ে যায়। আরো পিছিয়ে পড়ে সিটি কর্পোরেশন একাদশ। ৪১ মিনিটে হেলাল গোলসংখ্যা দ্বিগুন করে দেন। ব্রাদার্স ২-০ গোলের ব্যবধানেই শেষ করে খেলা। গতকালে এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মো. আশরাফুল। তার হাতে ক্রেস্ট ও নগদ এক হাজার টাকার প্রাইজমানি তুলে দেন আলমাস শিমুল।
গতকাল খেলা শেষে প্রিমিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন মাদারবাড়ী উদয়ন সংঘের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লি: এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, সিডিএফএ সহ সভাপতি মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী স্বপন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবু্দ্দীন মো. জাহাঙ্গীর, সিডিএফএ এর কোষাধ্যক্ষ মো. শাহ জাহান, স্পন্সর প্রতিষ্ঠিান জিপিএইচ ইস্পাত লি: এর মিডিয়া এ্যাডভাইজার অভীক ওসমান ও ডেপুটি ম্যানেজার মিডিয়া ফেরদৌস আরা, সিজেকেএস নির্বাহী সদস্য আবুল হাসেম, আ.ন.ম ওয়াহিদ দুলাল, মো. ইউসুফ, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, হাসান মুরাদ বিপ্লব, নাসির মিয়া, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, মিসেস রেখা আলম চৌধুরী, সিডিএফএ এর যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত, কাজী মোহাম্মদ জসিম উদ্দীন, সালাউদ্দীন জাহেদ, মাহমুদুর রহমান মাহবুব, মাকসুদুর রহমান বুলবুল, সদস্য মো. এনামুল হক, আলী হাসান রাজু, রায়হান উদ্দিন রুবেল, আবু জাহেদ, জাহেদ হোসেন, মুছা বাবলু, প্রমুখ।