চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ আজ। সুপার থ্রি পর্বের শিরোপা নির্ধারনী এই শেষ খেলায় ব্রাদার্স ইউনিয়ন এবং লিটল ব্রাদার্স পরস্পরের মোকাবেলা করবে। আজ রোববার এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে। দুটি দলই ১টি করে খেলায় জিতেছে। গতকাল শনিবার প্রিমিয়ার ডিভিশনের সুপার থ্রি পর্বের দ্বিতীয় খেলায় ব্রাদার্স ইউনিয়ন ৭০–২১ পয়েন্টে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। এর আগের দিনের খেলায় লিটল ব্রাদার্স জয়লাভ করেছিল। একই ভেন্যুতে গতকাল শনিবার ১ম বিভাগের মোট ১০টি খেলা অনুষ্ঠিত হয়। এসব খেলায় চট্টগ্রাম ফুটবল ক্লাব ৩২–১৯ পয়েন্টে পাচলাইশ যুব সংঘকে, নবীন মেলা ৪৬–২০ পয়েন্টে কল্লোল সংঘ গ্রীণকে, বিসিআইসি ক্রীড়া সংসদ ১৭–০৫ পয়েন্টে চিটাগাং রয়েলকে, পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৪২–০৫ পয়েন্টে কোয়ালিটি ব্লুজকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ৪৪–১৫ পয়েন্টে চন্দনপুরা একাদশকে, নিমতলা লায়ন্স ক্লাব ৫৫–০৯ পয়েন্টে এলিট পেইন্ট আর সি কে, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ৩২–০৮ পয়েন্টে আবেদীন ক্লাবকে, মাদারবাড়ি উদয়ন সংঘ ২৩–২১ পয়েন্টে মাদারবাড়ি মুক্তকন্ঠকে, কে এম স্পোর্টিং ক্লাব ৩০–০৪ পয়েন্টে কল্লোল সংঘকে, রাফা ক্রিকেট ক্লাব ১৭–১৪ পয়েন্টে হালিশহর লাকী স্টার ক্লাবকে পরাজিত করে। এদিকে ১ম বিভাগ কাবাডি লিগের ২য় রাউন্ডে উত্তীর্ণ দলসমূহ হলো: ইয়ং স্টার ব্লুজ, নবীন মেলা, পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী, নিমতলা লায়ন্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, কে এম স্পের্ার্টিং ক্লাব।












