ব্রাদার্স-লিটল ব্রাদার্সের শিরোপা নির্ধারণী ম্যাচ আজ

প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৭ আগস্ট, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ আজ। সুপার থ্রি পর্বের শিরোপা নির্ধারনী এই শেষ খেলায় ব্রাদার্স ইউনিয়ন এবং লিটল ব্রাদার্স পরস্পরের মোকাবেলা করবে। আজ রোববার এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে। দুটি দলই ১টি করে খেলায় জিতেছে। গতকাল শনিবার প্রিমিয়ার ডিভিশনের সুপার থ্রি পর্বের দ্বিতীয় খেলায় ব্রাদার্স ইউনিয়ন ৭০২১ পয়েন্টে ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে। এর আগের দিনের খেলায় লিটল ব্রাদার্স জয়লাভ করেছিল। একই ভেন্যুতে গতকাল শনিবার ১ম বিভাগের মোট ১০টি খেলা অনুষ্ঠিত হয়। এসব খেলায় চট্টগ্রাম ফুটবল ক্লাব ৩২১৯ পয়েন্টে পাচলাইশ যুব সংঘকে, নবীন মেলা ৪৬২০ পয়েন্টে কল্লোল সংঘ গ্রীণকে, বিসিআইসি ক্রীড়া সংসদ ১৭০৫ পয়েন্টে চিটাগাং রয়েলকে, পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৪২০৫ পয়েন্টে কোয়ালিটি ব্লুজকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ৪৪১৫ পয়েন্টে চন্দনপুরা একাদশকে, নিমতলা লায়ন্স ক্লাব ৫৫০৯ পয়েন্টে এলিট পেইন্ট আর সি কে, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ৩২০৮ পয়েন্টে আবেদীন ক্লাবকে, মাদারবাড়ি উদয়ন সংঘ ২৩২১ পয়েন্টে মাদারবাড়ি মুক্তকন্ঠকে, কে এম স্পোর্টিং ক্লাব ৩০০৪ পয়েন্টে কল্লোল সংঘকে, রাফা ক্রিকেট ক্লাব ১৭১৪ পয়েন্টে হালিশহর লাকী স্টার ক্লাবকে পরাজিত করে। এদিকে ১ম বিভাগ কাবাডি লিগের ২য় রাউন্ডে উত্তীর্ণ দলসমূহ হলো: ইয়ং স্টার ব্লুজ, নবীন মেলা, পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী, নিমতলা লায়ন্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, কে এম স্পের্ার্টিং ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধতামিমের অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ বললেন সাকিব
পরবর্তী নিবন্ধচুমু বিতর্কে স্প্যানিশ ফুটবল প্রধানকে নিষিদ্ধ করলো ফিফা