ব্রাদার্স ক্রিকেট একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত বিজয় দিবস ইন্টার ক্রিকেট টুর্নামেন্ট গত মঙ্গলবার নগরীর বাকলিয়া স্টেডিয়ামে শুরু হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রফিক ফিশিং এন্ড ট্রেডিং এর নির্বাহি কর্মকর্তা মনির আহমদ, মহসিন রেজা, মো. হানিফ, হাসান মুরাদ বিপ্লব, ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের পরিচালক ওয়াহিদুল আলম শিমুল, জসিম উদ্দিন মিঠুন, আবু তাহের, কোচ মোমিনুল হক, আমিনুল হক, মো.হাসান, মো. আবদুস সামাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ব্যাট হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।