ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ফুটবল কমিটি গঠিত

| শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ৯:৩৫ পূর্বাহ্ণ

আসন্ন সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি জসীম আহমেদের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ব্রাদার্স ইউনিয়নের গভর্নিং বডির সহসভাপতি নজরুল ইসলাম লেদু এবং সাধারণ সম্পাদক আলহাজ মাহাবুবুল আলম। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ক্রীড়া সংগঠক বিশিষ্ট ব্যাবসায়ী এবং ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম ফুটবল কমিটির তিনবারের সফল সিনিয়র সহসভাপতি আহমেদ আশফাকুর রহমানকে ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান শিহাব মালেক এবং অসীম কুমার দাশকে সিনিয়র সহসভাপতি, এ্যাড. মোহাম্মদ আবছারুল হক, খন্দকার তারিকুল ইসলাম তারেক, ইঞ্জি. এস, , এম তৌফিকুল আলম এবং মোঃ আমজাদুল আহসানকে সহসভাপতি, ইঞ্জি. এস এম ইশতিয়াক উর রহমানকে সম্পাদক, আয়াজ ইসলাম চৌধুরীকে কোষাধ্যক্ষ, ইঞ্জি.মোহাম্মদ ইমরান হাসান অভি, সফিউল হোসাইন চৌধুরী, মোঃ নাসির উদ্দিন, মোঃ মোবারক হোসেন, এবং ছৈয়দ মোহাম্মদ মিনহাজুর রহমানকে যুগ্মসম্পাদক মনোনীত করে ১৭ সদস্যবিশিষ্ট ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম এর ফুটবল কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ সাদ উদ্দীন চৌধুরী, ইঞ্জি.মোহাম্মদ সাহিদুজ্জামান কিরন এবং ফয়সাল মাহমুদ। এছাড়াও কোচ নাজিম উদ্দিন নাজুকে টিমের কোচ, শওকত খানকে সহকারি কোচ এবং টিম ম্যানেজার হিসেবে মোঃ ইফতিয়ার উদ্দিন সুমনকে দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জসীম আহমেদ তার বক্তব্যে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আসন্ন টুর্নামেন্ট জেতার লক্ষ্যে নতুন কমিটিকে খেলোয়াড়দের প্রতি লক্ষ্য রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষকরা মেধাবী ও যোগ্য নাগরিক তৈরির মূল কারিগর
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মোহামেডান ফুটবল কমিটির ভাইস-চেয়ারম্যান ওমর চৌধুরী