মুজিববর্ষ সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগে অংশ্রগ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের এক জরুরি সভা ক্লাবের চেয়ারম্যান সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিজেকেএস কাউন্সিলর ও ক্লাবের পরিচালক আব্দুর রশিদ লোকমানের সঞ্চালনায় সভার আলোচনায় অংশগ্রহণ করেন ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম, সিজেকেএস নির্বাহী সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন, হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলম, সিজেকেএস কাউন্সিলর আনোয়ারুল ইসলাম, মো. ইলিয়াস, নিয়াজ মোর্শেদ এলিট, ক্লাবের পরিচালক রাজিব দাশ সুজয়, তরিত কান্তি দে প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ২১নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক ইমরান আহমেদকে সম্পাদক ও ক্লাবের পরিচালক আব্দুর রশিদ লোকমানকে ম্যানেজার করে ৩৩ সদস্য বিশিষ্ট প্রিমিয়ার ক্রিকেট কমিটি গঠন করা হয়।