ব্রাদার্স ইউনিয়ন,চট্টগ্রামের এক সভা সম্প্রতি চেয়ারম্যান ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ব্রাদার্স ইউনিয়নের গভর্নিং বডির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাধরণ সম্পাদক মাহাবুবুল আলম, মোহাম্মদ ইলিয়াছ, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলম দিদার, আব্দুর রশিদ লোকমান, ওয়াহিদুল আলম শিমুল, পেয়ার মোহাম্মদ পেয়ারো, জসীম উদ্দীন মিটুন ও জাহাঙ্গীর আলম। সভায় এইচ কে এম বশিরউল্লাহকে চেয়ারম্যান, টিপু শীল জয়দেবকে সম্পাদক ও কো–চেয়ারম্যান আ ন ম মিনহাজ উদ্দিন, সদস্য হিসেবে অসীক দত্ত, অপরেশ দাশ, এম আই হোসেন সাহিদ, তানভীর আহমেদ নওশাদকে মনোনীত করে ৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। দাবা কমিটির ম্যানেজার হিসেবে আফতাব আলী খান এবং সহকারী ম্যানেজার হিসেবে মনোনীত করা হয় সজীব আনোয়ারকে।












