ব্রাদার্স ইউনিয়নের সভা অনুষ্ঠিত

| সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

আসন্ন সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল ফুটবল লিগে অংশগ্রহণের লক্ষ্যে ব্রাদার্স ইউনিয়নের এক সভা ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রামের চেয়ারম্যান ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ব্রাদার্স ইউনিয়নের গভর্ণিং বডির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সাধরণ সম্পাদক মাহাবুবুল আলম, সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াছ, সিজেকেএস নির্বাহী সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন, হাসান মুরাদ বিপ্লব, দিদারুল আলম দিদার, সিজেকেএস কাউন্সিলর নিয়াজ মোরশেদ এলিট, আব্দুর রশিদ লোকমান। সভায় সর্বসম্মতিক্রমে ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক জসিম আহমেদকে চেয়ারম্যান, অসিম কুমার দাশকে সিনিয়র সহ-সভাপতি, মো. টিপু সুলতান, শহিদুল মোস্তফা চৌধুরী, বোরহান উদ্দিন সাহেদকে সহ-সভাপতি, আবুল বশরকে সম্পাদক, সৈয়দ মো. মাহফুজুর রহমান আবু বক্কর সাহেদ, ইয়াহিয়া পারভেজকে যুগ্ম-সম্পাদক, সরওয়ার হোসেনকে কোচ মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট ব্রাদার্স ইউনিয়নের ফুটবল কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন জসিম উদ্দিন মিঠুন, মোহাম্মদ সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, মো. সাকেরিয়া চৌধুরী সাগর, নুরুল আনোয়ার, সাইফুল হোসেন চৌধুরী, আনাস মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচতুর্থ রাউন্ডে জোকোভিচ শেলবি রজার্স
পরবর্তী নিবন্ধমুশফিক আর কিপিং করতে চান না টি-টোয়েন্টিতে