ব্রাদার্স ইউনিয়নের টানা দ্বিতীয় জয়

জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১১ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন। গতকাল শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ১-০ গোলে অফিস দল কাস্টমস স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। লিগের উদ্বোধনী খেলায় ব্রাদার্স নবাগত শতদল ক্লাবকে পরাজিত করেছিল। অন্যদিকে কাস্টমস এ নিয়ে টানা দ্বিতীয় পরাজয় বরণ করলো। আগের ম্যাচে তারা চসিক একাদশের কাছে হেরেছিল। গতকাল খেলার প্রথমার্ধে দুদলের খেলা ছিল গোলশূন্য। তবে প্রথম ম্যাচের তুলনায় দ্বিতীয় ম্যাচে কাস্টমস বেশ গুছিয়ে খেলে। অনেকটা সমানতালেই পাল্লা দেয় তারা ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।
দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে শফিকের সেন্টার থেকে রহিমের বাঁ পায়ের মাটিঘেষা শট জালে গেলে ব্রাদার্স এগিয়ে যায় ১-০ গোলে। পিছিয়ে থেকে কাস্টমস স্পোর্টস ক্লাব দু’দফা সমতা আনার সুযোগ পায়। একবার হেড ক্রসবারের নিচে লেগে প্রতিহত হয়। আরেকবার বক্সের জটলা থেকে কাস্টমসের বদলি জান্নাতের বিপজ্জনক শট ব্রাদার্সের একজন ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। ফলে আর সমতা আনা হয়নি কাস্টমস স্পোর্টসের। এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ব্রাদার্স শীর্ষে অবস্থান করছে। আর টানা দুই হারে শূন্য পয়েন্ট কাস্টমস ক্লাবের। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন মো. রহিম। তার হাতে ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা প্রাইজমানি তুলে দেন সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর। আজ বিকাল ৩.৩০ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ এবং বিসিআইসি ক্রীড়া সংসদ পরস্পরের মোকাবেলা করবে। খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ী রোডে ডাম্প ট্রাক চলাচল নিষেধের দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধনিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের নিতে হবে