সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের ম্যাচে জয় পেয়েছে ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় মোহামেডান ২–১ গোলে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে নেয়। দীর্ঘ ১৯ বছর পর এ মাঠে মোহামেডান আবার খেলতে নামে। ২০০৬ সালে ‘বি’ লিগে অংশগ্রহণের পর তারা আর এ মাঠে খেলার সুযোগ পায়নি। দীর্ঘদিন পর গতকাল আবার এ মাঠে প্রতিযোগিতামূলক ফুটবল খেলার সুযোগ হলো তাদের। গতকাল খেলার প্রথমার্ধে বিজয়ী দল ১–০ গোলে এগিয়ে ছিল। অবশ্য শুরু থেকে দুই দল আক্রমন করে খেলার চেষ্টায় ছিল। এ থেকে ব্রাদার্স ইউনিয়ন একবার মোহামেডান সীমানায় পৌঁছে গেলেও কিপারের গায়ে লেগ বল প্রতিহত হয়। তবে কোন দলই এ সময় গুছিয়ে আক্রমন করতে পারেনি।
প্রথমার্ধের ৩৬ মিনিটের সময় সুযোগের সদ্ব্যবহার করতে সক্ষম হয় মোহামেডান। বাম প্রান্ত দিয়ে আক্রমণ শানায় তারা। এ থেকে বল আয়ত্তে নেন মোহামেডানের ইরফান হোসেন। চমৎকার একটি মাইনাস করেন তিনি বক্সে। ওখানে ঢুকে পড়া নকি চন্দ্র দাস অনেকটা ফাঁকায় বল পেয়ে যান। তিনি দেরি করেননি। বল পুশ করে ব্রাদার্স কিপার সাদ্দামকে পরাস্ত করেন। মোহামেডান ১–০ গোলে এগিয়ে যায়। এ অর্ধের শেষ দিকে অতিরিক্ত সময়ে ব্রাদার্স ইউনিয়ন একটি সুযোগ পায়। শাহীন আলমের দুর্দান্ত এক শট কর্ণারের বিনিময়ে রক্ষা করেন মোহামেডান কিপার। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাদার্স ইউনিয়ন। সময়ের সাথে সাথে মোহামেডান দল বেশ গুছিয়ে উঠতে থাকে। বিরতির পরপর তারা আবারো আক্রমণে যায়। ৪৯ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করতে সক্ষম হয় মোহামেডান। এ সময়
বক্সে ঢুকে যাওয়া নকি চন্দ্র দাসের ক্রস থেকে বল পান তাওহিদুল ইসলাম। তিনি বাঁ দিকে পাঁ ছুয়ে বল জালে জড়িয়ে দেন (২–০)। ৭৫ মিনিটের সময় মোহামেডান বক্সে হ্যান্ডবল হলে রেফারী ব্রাদার্সের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। একে কেন্দ্র করে মোহামেডান খেলোয়াড়রা প্রতিবাদমুখর হয়ে উঠেন। রেফারীকে ঘিরে ধরেন তারা। চার পাঁচ মিনিট পর পরিস্থিতি শান্ত হলে ব্রাদার্সের পক্ষে পেনাল্টি নিতে আসেন দিদারুল আলম। কিন্তু তিনি সবাইকে অবাক করে দিয়ে বল মেরে দেন ডানদিকে বারের বাইরে। নিশ্চিত গোল থেকে রক্ষা পায় মোহামেডান। ৮২ মিনিটে মোহামেডানের শওকত হোসেন হাসানের শট বাইরে দিয়ে চলে যায়। ৮৭ মিনিটে মোহামেডানের আরো একটি আক্রমণ ব্রাদার্স কিপার সাদ্দাম হোসেন ঠেকিয়ে দেন। তবে ইনজুরি সময়ের শেষ দিকে ব্রাদার্স চমক দেখায়। সংঘবদ্ধ আক্রমনে যায় তারা। এ সময় কাউছার আলী রাব্বির পাস থেকে বল পেয়ে দলের বদলি খেলোয়াড় জোনায়েদ হোসেন সাইড ভলিতে চমৎকার একটি গোল করেন। তাতে ব্যবধান কিছুটা কমে (২–১)। কিন্তু এতে করে শেষ রক্ষা হয়নি। কিছু পরেই রেফারী খেলা শেষের বাঁশি বাজিয়ে দেন। গতকালের খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় নকি চন্দ্র দাস। খেলা শেষে তার হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং নগদ ২,০০০ টাকা তুলে দেন সিজেকেএস ক্লাব সমিতির সহ–সভাপতি মশিউল আলম স্বপন, কোষাধ্যক্ষ একেএম আবদুল হান্নান আকবর, সদস্য আলী আকবর ও আবু সামা বিপ্লব। আজ শুক্রবার টুর্নামেন্টের কোন খেলা নেই। আগামীকাল ১ নভেম্বর শনিবার, দুপুর ২.৪৫টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ এবং এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব পরস্পরের মোকাবেলা করবে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে।
 
        
