ব্রাদার্সকে উড়িয়ে দিল আবাহনী

| বুধবার , ৫ মে, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচেই আসল চেহারায় নিজেদের প্রকাশ করেছে আবাহনী। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। প্রথমার্ধে আবাহনী এগিয়ে ছিল ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেছে তারা। ব্রাদার্সও করেছে দুটি। তবে ৫-২ গোলের বড় জয়ে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন সানডে- জুয়েল রানারা। ২২ মিনিটে সানডের গোলে এগিয়ে যায় আবাহনী। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাসির উদ্দিন চৌধুরী। ৪৪ মিনিটে জুয়েল রানা গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সাবেক চ্যাম্পিয়নরা। ৬২ মিনিটে হাইতিয়ান ফরোয়ার্ড বেলফোর্ডের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় আবাহনী। ৭৭ মিনিটে নাইজেরিয়ান মাগালানের গোলে ব্যবধান কমালেও ৮১ মিনিটে পঞ্চম গোল হজম করে। আবাহনীর শেষ গোল করেন রুবেল মিয়া। ইনজুরি সময়ে পেনাল্টি থেকে করা গোলে আবার ব্যবধান কমায় ব্রাদার্স। দ্বিতীয় গোলটিও করেন মাগালান। এই জয়ের পর ১৪ ম্যাচে আবাহনীর পয়েন্ট ২৯। সমান ম্যাচে ৫ পয়েন্ট ব্রাদার্সের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে ১.১৪কোটি শেয়ার হাতবদল
পরবর্তী নিবন্ধসাকিবের অভাব বেশি অনুভব করেছেন ডোমিঙ্গো