ব্রাজিলে সাম্বা নাচের করোনায় উৎসব স্থগিত

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২০ at ৭:৪৪ পূর্বাহ্ণ

 

করোনাভাইরাস মহামারীর কারণে রিও ডি জেনিরোর বিখ্যাত ‘কার্নিভাল প্যারেড’ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আগামী বছর ফেব্রুয়ারিতে এ উৎসব হওয়ার কথা ছিল। প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ পর্যটক ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত এ কার্নিভালে যোগ দিতে রিও ডি জেনিরো যান। সেখানকার সাম্বা স্কুলগুলো এ উৎসবের আয়োজন করে। কিন্তু মহামারীর কারণে এবারের কার্নিভাল আয়োজন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা করেছেন আয়োজকরা। গত বৃহস্পতিবার আয়োজকরা তাদের এ সিদ্ধান্তের কথা জানান বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে কোভিড১৯ মহামারী মারাত্মক প্রাণঘাতী রূপে ছড়িয়ে পড়েছে। রোগ শনাক্তের দিক দিয়ে তালিকায় তিন নম্বরে থাকা ব্রাজিল এ রোগে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ার কর্মকর্তা হত্যায় কিম জং উনের ক্ষমা প্রার্থনা
পরবর্তী নিবন্ধযেতে হচ্ছে ভারত সীমান্তে, বাসে কান্না চীনা সেনাদের!