ব্রাজিলে ট্রায়ালে চীনা টিকার কার্যকারিতা মিলল ৫০.৪%

| বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

ব্রাজিলে হওয়া চীনের সিনোভ্যাকের বানানো করোনা টিকার এক ট্রায়ালে প্রতিষেধকটি উপসর্গজনিত সংক্রমণ রোধে মাত্র ৫০ দশমিক ৪ শতাংশ কার্যকর বলে প্রতীয়মান হয়েছে। মঙ্গলবার গবেষকদের জানানো এ হার গত সপ্তাহে ট্রায়ালের আংশিক ফলে পাওয়া কার্যকারিতার তুলনায় কম। তবে এ হার নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলোর অনুমোদন পাওয়ার জন্য যথেষ্ট বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কোভিড-১৯ মহামারীতে বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখা ব্রাজিলের সরকার সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে যে দুটি টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, সিনোভ্যাকের ‘করোনাভ্যাক’ তার একটি। ট্রায়ালের এ ফলাফল ব্রাজিলের জন্য বেশ হতাশাজনক হিসেবে দেখা হচ্ছে। খবর বিডিনিউজের।
বুটেনটেন বায়োমেডিকেল সেন্টার গত সপ্তাহে চীনা এ টিকার ট্রায়ালের আংশিক ফল প্রকাশ করেছিল, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি করে। তবে অসংখ্য বিজ্ঞানী ও পর্যবেক্ষক এ ধরনের ফল প্রকাশের কঠোর সমালোচনা করেছিলেন।
রয়টার্স জানিয়েছে, ব্রাজিলের গবেষকরা গত সপ্তাহে ‘মৃদু থেকে তীব্র’ কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে সিনোভ্যাকের টিকার ৭৮ শতাংশ কার্যকারিতা পেয়ে ব্যাপক উল্লসিত হয়েছিলেন। এ হারকে পরে তারা ‘হাসপাতালে ভর্তিযোগ্য রোগীদের ক্ষেত্রে টিকাটির কার্যকারিতা’ বলে বর্ণনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআরও ৪৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টন চাল আমদানির অনুমতি
পরবর্তী নিবন্ধবিশ্বজুড়ে একদিনে রেকর্ড ১৫ হাজার ৭০০ মৃত্যু