ব্রাজিলে একদিনে ৩,৬৫০ মৃত্যু ।। ভারতে শনাক্ত ৬২ হাজার ২৫৮

| রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৯:০৯ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় বড় অগ্রগতির আশা নিয়ে বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচি চলার মধ্যেই বিভিন্ন দেশে মহামারী পরিস্থিতি ফের আতঙ্ক সৃষ্টি করছে। ব্রাজিল শুক্রবার একদিনেই রেকর্ড তিন হাজার ৬৫০ জনের মৃত্যু দেখেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে সিনহুয়া। ভারতেও ২৪ ঘণ্টায় নতুন ৬২ হাজার ২৫৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে শনিবার সকালে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ; গত বছরের ১৬ অক্টোবরের পর ৫ মাসে দেশটিতে একদিনে আর কখনোই এত রোগী মেলেনি। ২০২০ সালের ৩০ জানুয়ারি প্রথম রোগী শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত দেশটিতে সরকারি হিসাবেই শনাক্ত রোগী এক কোটি ১৯ লাখ ছাড়িয়ে গেল। এখন পর্যন্ত এর চেয়ে বেশি রোগী কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলেই শনাক্ত হয়েছে। নতুন ২৯১ জন নিয়ে ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যাও দাঁড়িয়েছে এক লাখ ৬১ হাজার ২৪০ এ। শনাক্ত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে আজ রোববার থেকে রাত্রিকালীন কারফিউ বলবৎ হতে যাচ্ছে বলে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিল গত মঙ্গলবারও একদিনে ৩ হাজার ২৫১ জনের মৃত্যু দেখেছিল। করোনাভাইরাস এ পর্যন্ত দেশটির তিন লাখ ৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। শুক্রবার নতুন ৮৪ হাজার ২৪৫ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ায় দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ২৪ লাখ ছাড়িয়ে যায়। আগের দিন বৃহস্পতিবারই লাতিনের এ দেশটিতে রেকর্ড এক লাখ ১৫৮ নতুন রোগী শনাক্ত হয়েছিল।
সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ব্রাজিল এক কোটি ৮৫ লাখ মানুষকে কোভিড-১৯ টিকা দিয়েছে। এর মধ্যে এক কোটি ৪০ লাখেরও বেশি নাগরিককে দেওয়া হয়েছে প্রথম ডোজ; বাকিরা দুটি ডোজই পেয়েছেন। মেঙিকোতেও সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। দুইদিন আগেই দেশটি ২ লাখ মৃত্যুর দুঃখজনক মাইলফলক অতিক্রম করেছে। সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন অঞ্চল ফের লকডাউনসহ নানান বিধিনিষেধ আরোপের পথে হাঁটছে।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্রকে সুরক্ষার প্রতিশ্রুতি মিয়ানমার সেনাপ্রধানের
পরবর্তী নিবন্ধমিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলো ‘নিশ্চল দাঁড়িয়ে থাকবে না’