ব্রাজিলের সাথে কতটা লড়বে ক্যামেরুন

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ৯:৪৮ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপের নক আউট পর্ব নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল আগেই। টানা দুই ম্যাচ জিতে ব্রাজিল পয়েন্ট তালিকার সবার উপরে। দ্বিতীয় স্থানে থাকা সুইজারল্যান্ডের পয়েন্ট তিন। তাই নক আউট পর্বে যাওয়ার কোনো চিন্তা নেই আর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এখন লক্ষ্য অপরাজিত থাকা। আর সে কাজটা সারতে আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ আফ্রিকান সুপার ঈগল খ্যাত ক্যামেরুন। যদিও এবারের বিশ্বকাপে খুব একটা ভাল অবস্থায় নেই আফ্রিকার দেশটি। নক আউট পর্বে যাওয়াটা হয়তো হবে না ক্যামেরুনের। কারণ এরই মধ্যে মাত্র একটি পয়েন্ট

অর্জন করেছে তারা। পয়েন্টটি পেয়েছে তারা সার্বিয়ার সাথে ড্র করে। তাই নক আউট পর্বে যেতে হলে তাদের আজ জিতার বিকল্প নেই। পাশাপাশি দৃষ্টি রাখতে হবে সার্বিয়া এবং সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের দিকেও।

ব্রাজিল এবারের বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত খেলছে। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে নেইমারকে ছাড়াই সুইজারল্যান্ডকে হারিয়েছে দুর্দান্তভাবে। আজকের ম্যাচেও নেইমারের মাঠে নামার সম্ভাবনা কম। আশা করা হচ্ছে নক আউট পর্বে তাকে পাওয়া যাবে। যেহেতু আগেই নক আউট পর্ব নিশ্চিত হয়ে গেছে তাই এ ম্যাচে নেইমারকে নিয়ে ঝুঁকি নেওয়ার পথে হাঁটবে না ব্রাজিল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জিতে শতভাগ জয় নিয়ে নক আউট পর্ব শুরু করতে চায় তারা। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। এদিকে ক্যামেরুনকে নক আউট পর্বে যেতে হলে নিজেদের জয়ের পাশাপাশি সার্বিয়ার জয়ও কামনা করতে হবে। সার্বিয়া যদি সুইজারল্যান্ডকে এক গোলের ব্যবধানে পরাজিত করতে পারে তাহলে গোল ব্যবধানে ব্রাজিলের পরে দ্বিতীয় দল নির্ধারিত হবে। সুইজারল্যান্ডের কাছে ১০ গোলে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ক্যামেরুন। অথচ সুইসদের বিপক্ষে সমান তালে লড়াই করেছিল ক্যামেরুন। সার্বিয়ার সাথেও একইভাবে লড়াই করে ৩১ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩৩ গোলে ড্র করেছিল ক্যামেরুন। এই ড্রয়ই মূলত পরের রাউন্ডে যাবার ক্ষীণ একটি সম্ভাবনা জাগিয়ে রেখেছে ক্যামেরুন। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ব্রাজিলের বিরুদ্ধে কিছু একটা করে দেখানোর মত যোগ্যতা যে তাদের আছে তা আগের দুই ম্যাচেই প্রমাণিত হয়েছে। দলের কোচ সং নিজের দলের পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করে জানিয়েছে ব্রাজিলের সাথেও এই ধারা বজায় থাকবে। আগের দুই ম্যাচে যেভাবে পুরোদলের আত্মবিশ্বাস নিয়ে খেলেছে এই ম্যাচেও তেমনটি খেলবে।

ক্যামেরুনের সাথে সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ঘরের মাঠের ঐ ম্যাচে নেইমারের জোড়া গোলে ব্রাজিল ৪১ গোলে জিতেছিল। এদিকে এই ম্যাচে জিতে লিডার হিসেবেই ব্রাজিল পরের রাউন্ডে যাবে। যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ ঘানা কিংবা উরুগুয়ে। যেহেতু ম্যাচটি ব্রাজিলের চাইতে ক্যামেরুনের জন্য বেশি গুরুত্বপূর্ণ তাই দেখার বিষয় কতটা লড়াই করতে পারে আফ্রিকার সুপার ঈগলরা।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে প্রাইভেট শিক্ষকের আট বছর কারাদণ্ড
পরবর্তী নিবন্ধমুনিরীয়া যুব তবলীগের এশায়াত সম্মেলন আজ