ব্রাজিলকে রুখে দিল কোস্টারিকা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৫ জুন, ২০২৪ at ৯:৩৫ পূর্বাহ্ণ

কোপা আমেরিকা কাপের শুরুটা করল ব্রাজিল পয়েন্ট হারিয়ে। যদি বলা হয় ব্রাজিলের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিয়েছে কোস্টারিকা তাহলে মোটেও বাড়িয়ে বলা হবেনা।

গোলের খেলা ফুটবলে গোল ছাড়া বাকি সবকিছু করেছে ব্রাজিল। অথচ ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল ব্রাজিল। কারণ দু দলের আগের ১১ মোকাবেলায় ১০ টিতে জিতেছিল ব্রাজিল। অথচ আজ ড্র করেই মাঠ ছাড়তে হলো ব্রাজিলকে।

কোস্টারিকার সাথে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হলো ব্রাজিলকে। যদিও একবার কোস্টারিকার জালে বল পাঠিয়েছিল ব্রাজিল। কিন্ত ভিআর এর সহায়তায় অফ সাইডের অজুহাতে সে গোল বাতিল করা হয়।

ম্যাচে বল দখলে রেখেছিল ব্রাজিল ৭৫.৩ ভাগ। দুই অর্ধে বেশিরভাগ সময় বল ছিল কোস্টারিকার সীমানায়। কিন্তু গোল করতে পারেনি ব্রাজিল। দু একটি শট নিলে তা রুখে দিয়েছে কোস্টারিকার গোলরক্ষক।

বলা যায়, এই গোলরক্ষক এবং কোস্টারিকার রক্ষণ দেওয়াল ভেদ করতে পারেনি ব্রাজিলের স্ট্রাইকাররা। ফলে পয়েন্ট হারিয়ে টুর্নামেন্ট শুরু করতে হলো ব্রাজিলকে। এই কোপা কাপের দলে নেই ব্রাজিলের সেরা তারকা নেইমার। কিন্তু গ্যালারিতে বসে তিনি দলের এই পরিণতি দেখেছেন।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলের যুদ্ধে নিখোঁজ ২১ হাজার শিশু
পরবর্তী নিবন্ধচেক প্রতারণা মামলায় যুবকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা