ব্রাইট ফিউচার স্কলারশিপের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

| শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। পড়াশোনার কোনো বিকল্প নেই। শিক্ষা হচ্ছে জাতি গঠনের প্রধান ভিত্তি। শিক্ষাকে অগ্রাধিকার দিয়েই একটি শক্তিশালী ও নৈতিক সমাজ বিনির্মাণ সম্ভব। তিনি রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে নগরীর পাঁচলাইশ ওয়াজেদিয়া মাদ্রাসা সংলগ্ন ল্যাবরেটরি স্কুল মাঠে চট্টগ্রাম ব্রাইট ফিউচার স্কলারশিপের বৃত্তি পরীক্ষার সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্যরা ব্রাইট ফিউচার স্কলারশিপ পাওয়া ৪০টি স্কুল ও মাদ্রাসার মোট ৪৮জন শিক্ষার্থীকে সনদ ও পুরস্কার তুলে দেন। চট্টগ্রাম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাবিব রহমত উল্লাহর সভাপতিত্বে ও ব্রাইট ফিউচার স্কলারশিপের সাধারণ সম্পাদক এস এম জিয়া কুতুবীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আবদুর রহিম, নুর উদ্দিন কোম্পানি ফাউন্ডেশনের পরিচালক মোরশেদুল আলম, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নেজামুল হক, রাজনীতিবিদ আনিসুদ্দৌল্লাহ সোহেল, জানে আলম সোহেল, নাজিম উদ্দীন হিরু, পাঁচলাইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এড. জাহেদুল আলম, রাজনীতিবিদ আ... নাজের, আবদুর রহিম, ব্রাইট ফিউচার স্কলারশিপের সভাপতি এখলাছ উদ্দিন, সহ সভাপতি আবদুল জব্বার, মো. আলমগীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনন্যা হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসমপ্রীতির চট্টগ্রাম গড়ার জন্য রাজনীতি করছি : সাঈদ আল নোমান