ব্রঙ্কাইটিসে আক্রান্ত সোনিয়া হাসপাতালে

| শনিবার , ৪ মার্চ, ২০২৩ at ৯:২০ পূর্বাহ্ণ

ব্রঙ্কাইটিস রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। তাকে বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানী দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে প্রভাবশালী এ রাজনীতিবিদের অবস্থা এখন

 

স্থিতিশীল। দেশটির শীর্ষ সংবাদমাধ্যম এনডিটিভি তাদের অনলাইন সংস্করণে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, স্যার গঙ্গা রাম হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অরূপ বসু ও তার টিমের অধীনে চিকিৎসা নিচ্ছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী। খবর বাংলানিউজের।

হাসপাতালের চেয়ারম্যান ডা. ডি এস রানা এক বিবৃতিতে জানিয়েছেন, জ্বর সংক্রান্ত সমস্যা নিয়ে সোনিয়া গান্ধী ভর্তি হন। তার অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। চলতি বছর দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী। শ্বাসযন্ত্রের সংক্রমণ সংক্রান্ত সমস্যা হওয়ায় জানুয়ারি মাসে তিনি দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধগিজার গ্রেট পিরামিডে গোপন করিডোরের হদিস
পরবর্তী নিবন্ধবেলারুশে নোবেল বিজয়ীর ১০ বছরের কারাদণ্ড