ব্যয় নির্বাহের জন্য আরো ১ কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার

| বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা বিশেষ অনুদান দেওয়ার পাশাপাশি জীবন চালানোর ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আরো এক কোটি টাকা দেওয়া হচ্ছে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য দেন। খবর বিডিনিউজের।

তিনি বলেন, হাদীর পরিবারের (জন্য) দুইটা ব্যাপার হয়েছে। একটা হাদীর পরিবারকে ১ কোটি টাকা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে দেব, সেটা হল তার ফ্ল্যাট বা বাড়ির জন্য। আর এক কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার ফান্ড থেকে। সেটা তার (পরিবারের) জীবন ও জীবিকা নির্বাহের জন্য।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তাকে গুলি করে মোটরসাইকেলে আসা আততায়ী। গুরুতর আহত হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধচলে গেলেন সোনালি যুগের নায়ক জাভেদ
পরবর্তী নিবন্ধশাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান