ব্যালন ডি’অর এখন আর টানে না মেসিকে

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৯ আগস্ট, ২০২৩ at ৮:৩৮ পূর্বাহ্ণ

একটি ব্যালন ডি’অর। কত বড় বড় ফুটবলারের আরাধ্য স্বপ্ন। এই ব্যালন ডি’অর সবচেয়ে বেশি ৭ বার পেয়েছেন লিওনেল মেসি। আরও একটি ব্যালন ডি’অর তার নামের পাশে যোগ হতে পারে। গত বছর যে বহুল আকাঙ্ক্ষিত বিশ্বকাপটাও জিতে ফেলেছেন। ক্লাবের হয়েও পারফরম্যান্স খুব খারাপ ছিল না। তাই মেসির হাতে আরেকটি ব্যালন ডি’অর দেখার আশায় তার ভক্তরা। কিন্তু মেসি কী ভাবছেন ? শুনতে অবাক লাগতে পারে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের কাছে এখন ব্যালন ডি’অর যেন এক তুচ্ছ বিষয়। পাওয়া না পাওয়ায় কিছুই আসে যায় না। নাশভিলের বিপক্ষে বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকালে লিগস কাপের ফাইনাল খেলবে ইন্টার মিয়ামি। এর আগে দলটির সংবাদ সম্মেলনে এসেছিলেন মেসি। যেটি যুক্তরাষ্ট্রের ফুটবলে নাম লেখানোর পর তার প্রথম সংবাদ সম্মেলন। সেই সংবাদ সম্মেলনে মেসির কাছে ছুটে গিয়েছিল ব্যালন ডি’অর নিয়ে প্রশ্ন। জবাবে মেসি বলেন আমি আমার ক্যারিয়ারে এটা অনেকবার বলেছি যে ব্যালন ডি’অর গুরুত্বপূর্ণ একটা পুরস্কার। ব্যক্তিগত পর্যায়ে এটা সবচেয়ে সুন্দর পুরস্কার। কিন্তু আমি কখনোই এটাকে অতটা গুরুত্ব দিইনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দলীয় অর্জন। মেসি বলেন আমি ভাগ্যবান যে ক্যারিয়ারে সবকিছু জিতেছি। আমার ক্যারিয়ারে যে অপূর্ণতা ছিল সেই বিশ্বকাপ শিরোপা জয়ের পর আমি ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে কমই ভাবছি। আমার সেরা পুরস্কার ছিল বিশ্বকাপ জয়। আর এখন আমি মুহূর্তগুলো উপভোগ করছি। ক্যারিয়ারের এই পর্যায়ে দাঁড়িয়ে ব্যালন ডি’অর পাওয়া না পাওয়াতে কিছু আসে যায় না মেসির। মিয়ামি তারকা বলেন আমি ব্যালন ডি’অর নিয়ে ভাবছি না। যদি এটি আসে তাহলে ঠিক আছে। কিন্তু যদি না হয় আমি সন্তুষ্ট যে আমি আমার উদ্দেশ্যগুলো অর্জন করেছি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাবাডি কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধনারী বিশ্বকাপ থেকে ফিফার আয় ৫৭ কোটি ডলার