ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসি-নেইমার-রোনালদো

| শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

কোভিড মহামারীর ধাক্কায় এক বছরের বিরতি শেষে ফিরল ব্যালন ডি’অর। এ বছরের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটির লড়াইয়ে প্রত্যাশিতভাবেই আছেন সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। তাদের পাশাপাশি বর্তমানের অন্যতম সেরা বিবেচিত নেইমারের সঙ্গে আছেন ক্লাব ও জাতীয় দলের দুর্দান্ত মৌসুম কাটানো জর্জিনিয়ো এবং গোলমেশিন রবের্ত লেভানদোভস্কি। ২০২১ সালের এই পুরস্কারের জন্য ছয় ধাপে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় শুরু হয় তালিকা ঘোষণা। খবর বিডিনিউজের।
২০২১ ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা : রিয়াদ মাহরেজ, এনগোলো কঁতে, ম্যাসন মাউন্ট, লিওনার্দো বোনুচ্চি, আর্লিং হলান্ড, করিম বেনজেমা, জানলুইজি দোন্নারুম্মা, নিকোলো বারেল্লা, রাহিম স্টার্লিং, হ্যারি কেইন, লিওনেল মেসি, জর্জো কিয়েল্লিনি, লুকা মদ্রিচ, ব্রুনো ফের্নান্দেস, পেদ্রি, নেইমার, কেভিন ডে ব্রুইনে, রুবেন দিয়াস, লাউতারো মার্তিনেস, সিমোন কেয়া, রবের্ত লেভানদোভস্কি, জর্জিনিয়ো, সেসার আসপিলিকুয়েতা, মোহামেদ সালাহ, রোমেলু লুকাকু, ক্রিস্তিয়ানো রোনালদো, জেরার্দ মোরেনো, ফিল ফোডেন, কিলিয়ান এমবাপে, লুইস সুয়ারেস।

পূর্ববর্তী নিবন্ধহালদায় মাছ ধরার নৌকা ধ্বংস, ঘেরা জাল জব্দ
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরে ছয় ছাত্রের চুল কেটেছেন মাদ্রাসা শিক্ষক