ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজে বার্ষিক সাময়িকী প্রকাশনা কমিটির পর্যালোচনা সভা

| মঙ্গলবার , ৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১:৪৮ অপরাহ্ণ

ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বার্ষিক সাময়িকী প্রকাশনা কমিটির এক পর্যালোচনা সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উক্ত কমিটির আহবায়ক সুলতান সাইদ হাসান চৌধুরী ও সদস্য অধ্যাপক সৈয়দ মোঃ তৈয়ব।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ জাকের হোসাইন, উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ারুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মোঃ হামিদ উল্লাহ, মোঃ ওয়াহিদুর রহমান ও সুরাইয়া আকতার। উক্ত সভায় ম্যাগাজিনটি আগামী বছরের জানুয়ারি মাস নাগাদ প্রকাশিত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সাময়িকীর সম্ভাব্য নাম “দরিয়া” নামকরণ করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সদস্য ও সাময়িকী কমিটির আহবায়ক সুলতান সাইদ হাসান চৌধুরী বলেন, “কলেজের বার্ষিক সাময়িকী হল একটি কলেজের দপণ স্বরূপ যেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের চিন্তা, কর্ম ও মননশীলতার প্রতিফলন ঘটে।

এই সাময়িকীর মাধ্যমে ছাত্রশিক্ষক ও কলেজের মধ্যে সেতুবন্ধন রচিত হয় ও কলেজের ভাবমূর্তি প্রকাশিত হয়। এছাড়া কলেজের পরিচিতি ও সুনাম প্রচারের জন্য সাময়িকী এক অপরিহার্য মাধ্যম”। ম্যাগাজিনের সৌন্দর্যবর্ধন ও তথ্যবহুল করার জন্য প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্ট সকলের কাছ থেকে প্রবন্ধ, কবিতা ও ছবি আহ্বান করা যাচ্ছে এবং সার্বিক সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দর এলাকা থেকে পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে মা ও শিশু হাসপাতালের জন্য অনুদানের চেক হস্তান্তর