ব্যারিস্টার রফিক উল হক ‘লাইফ সাপোর্টে’

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৯:০৬ পূর্বাহ্ণ

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন ঢাকার আদ-দ্বীন হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ রয়েছেন। তার অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন। গতকাল বুধবার রাতে এক ভিডিও বার্তায় এই চিকিৎসক বলেন, ব্যারিস্টার রফিক-উল হক স্যার হাসপাতালে ভর্তি আছেন। আজ তার সপ্তম দিন চলছে। গতকাল থেকে তার অবস্থার অবনতি হয়েছে। রাত ১২টার পর থেকে তার অবস্থা খুব জটিল হয়ে গিয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় ছিল। হঠাৎ করে স্যার সেপটিক শকে চলে গিয়েছিলেন। প্রেসার কমে গিয়েছিল। অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল। সাথে সাথে স্যারকে ইনটিউভেশন করে করে ভ্যান্টিলেটরে দেওয়া হয়েছে। স্যার এখন আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। খবর বিডিনিউজের।
তিনি বলেন, স্যারের অবস্থা একটু জটিল। যেহেতু স্যারের ইউরোস্যাপসিস এবং লাংয়ে ইনফেকশন, দুই ধরনের ইনফেকশন ছিল, রক্তশূন্যতা ছিল, স্ট্রোক করেছিলেন, শরীরের অ্যালবুমিন কমে গিয়েছিল, এই সবকিছু মিলিয়ে স্যারের অবস্থা প্রথম দিকে একটু উন্নতি হলেও আবার অবনতি হয়ে গিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকত থেকে অপহৃত শিশু চকরিয়ায় উদ্ধার
পরবর্তী নিবন্ধপি কে হালদার দেশে নামা মাত্র গ্রেপ্তারের নির্দেশ