ব্যারিস্টার মিল্কী আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন

ভাসানী পরিষদের সভায় বক্তারা

| বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ঠ সহচর, বিশিষ্ট আইনজীবী, ব্যারিস্টার সলিমুল হক খান মিল্কীর মৃত্যুবার্ষিকী স্মরণে ভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রামের উদ্যোগে গত ৪ জানুয়ারি দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোতোয়ালীর মোড়স্থ ব্যারিস্টার মিল্কী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভাসানী পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। ভাসানী পরিষদ চট্টগ্রামের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাশেম শরীফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভাসানী পরিষদ নেতা অ্যাডভোকেট আব্দুল মালেক, অধ্যক্ষ মুসা সিকদার, বেলায়েত হোসেন, অধ্যাপক মাহমুদ নুর, সৈয়দ আবু তাহের, এস.এম রফিক, জামাল উদ্দিন, কাশেম শরীফ, মো. নুরুচ্ছফা, চৌধুরী মো. হাশেম, সেলিম নূর, মহি উদ্দিন বকুল, মোজাম্মেল হক, ছাত্রনেতা মো. রাশেদুল ইসলাম, আবদুল্লাহ প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ব্যারিস্টার মিল্কী আজীবন মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। তিনি মজলুম জননেতা মওলানা ভাসানীর যোগ্য অনুসারী হিসেবে ভাসানীর স্বপ্ন পুরণে মৃত্যুর আগমুহুর্ত পর্যন্ত নিরলসভাবে কাজ করে গেছেন। তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মিল্কী ছিলেন একজন সৎ, ও ত্যাগী রাজনীতিবিদ। তার আদর্শ নতুন প্রজম্মের কাছে তুলে ধরতে হবে। তিনি বলেন, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় মিল্কী আজীবন সংগ্রাম করেছেন। সভা শেষে দেশ ও জাতি এবং ব্যারিস্টার মিল্কীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এরআগে মরহুমের কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধআকবর শাহ থানায় যুবদলের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধরাস্তা ও খালের জায়গা থেকে দখলদার উচ্ছেদ