ব্যারিস্টার মনোয়ার হোসেনের গণসংবর্ধনা অনুষ্ঠান গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম।
চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেনের সমপ্রতি আমেরিকার বিজনেস ম্যাগাজিন বছরের সেরা পেশাজীবী এ্যাওয়ার্ড লাভ এবং সফল আইনজীবী হিসেবে গ্লোবাল বাংলাদেশী বিজনেস আইকন মনোনীত হওয়ায় চট্টগ্রামের সামাজিক ও সাংস্কৃতিক ৩১ টি সংগঠনের পক্ষে এই গণ সংবর্ধনা দেওয়া হয়। এতে বিশেষ অতিথি ছিলেন পরিবেশবিদ প্রফেসর ড. ইদ্রিস আলী, চবির অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির ভাইস চেয়ারম্যান লায়লা ইব্রাহিম বানু, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন। সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির মূল যোগানদাতা হলেও চট্টগ্রাম পিছিয়ে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রামের দায়িত্ব নিজে নিলেই বদলে যেতে শুরু করে চট্টগ্রামের দৃশ্যপট। চট্টগ্রামের দৃশ্যমান উন্নয়নে ব্যারিস্টার মনোয়ার হোসেনের নাম জড়িয়ে আছে। তার সাহসী নেতৃত্বে আন্দোলনের ফলে বদলে যেতে শুরু করে চট্টগ্রামের দৃশ্যপট। বিশিষ্ট আবৃত্তি শিল্পী প্রবীর পাল ও সংগঠনের সদস্য স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম, জসিম উদ্দিন চৌধুরী, চৌধুরী জসিমুল হক, মাসুদ রানা, মিজানুর রহমান শিশির, কামরুল ইসলাম, একরাম হোসেন, মনসুর আলম, মাসুদ খান, আঁখি সুলতানা, মেহেরুন নিসা নিপা, স্বপন সেন, মির্জা ইমতিয়াজ শাওন, শারমিন আকতার, ফাতেমা আক্তার ডলি, কবি তসলিম খা, তসলিম হ্নদয়, আসিফ ইকবাল। প্রেস বিজ্ঞপ্তি।