ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

| মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার দিবাগত রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উত্তরপশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। খবর বাংলানিউজের।

তিনি বলেন, আমরা ব্যারিস্টার তুরিন আফরোজকে হেফাজতে নিয়েছি। আমরা এখনো তার বাসায় আছি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার পরিকল্পনার অভিযোগে মামলা আছে। দেশের অন্যান্য জায়গায়ও তার বিরুদ্ধে মামলা থাকতে পারে।

পূর্ববর্তী নিবন্ধসেই আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট-জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের জনগণের মহত্ত্ব ভুলব না : ফিলিস্তিনি রাষ্ট্রদূত