জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যার দিকে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গুমানমর্দ্দন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাহবুল আলম বাবুলের ছেলে মাহফুজ আলম প্রকাশ মানিক (১৯) ও লিয়াকত আলীর পুত্র আবদুল হক (২০), একই এলাকার ৪নং ওয়ার্ডের আজিজুর রহমানের পুত্র মো. মিনহাজুর রহমান (১৯), মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল পূর্ব খন্দকার পাড়ার রফিকের পুত্র মো. মইনুল হোসেন (২১) এবং হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর এলাকার মো. জাহাঙ্গীরের পুত্র আল–নাহিয়ান (২০)।
পুলিশ সূত্র জানায়, গত ১৯ ডিসেম্বর দিবাগত রাতে সাবেক এমপি আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়ি উপজেলার গুমাণমর্দ্দন ইউনিয়ন উত্তর সাদেকনগরস্থ বাসায় ৫০/৬০ দুর্বৃত্ত হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। এতে একটি প্রাইভেট কারসহ বাসায় রান্নাঘরসহ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ওমর আলী ফয়সাল নামে এক ব্যক্তি বাদী হয়ে অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।












