ব্যারিস্টার আনিসের গ্রামের বাড়িতে আগুন

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

হাটহাজারী সংসদীয় আসনের সাবেক এমপি ও মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গুমানমর্দ্দন ইউনিয়নের উত্তর ছাদেক নগর গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক পৌনে বারোটার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ গাড়িতে করে এসে প্রধান ফটক ভাংচুর করে ভিতরে ঢুকে আগুন লাগিয়ে দেয়। বাড়িতে রক্ষিত আসবাবপত্র, মালামাল ও মূল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে যায়। এই সময় তাঁর বাড়ির গ্যারেজে রক্ষিত ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের চাচা, মির্জাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আকবর হায়দার চৌধুরী ব্যাক্তিগত গাড়িটিও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তিনি (আকবর হায়দার চৌধুরী) প্রতি শুক্রবার চট্টগ্রাম নগরীর তাঁর বাসা থেকে বাড়িতে এসে জুমার নামাজ আদায় করে থাকেন। জুমার নামাজ আদায় করে তিনি তাঁর বাড়ির আবদুল জলিল (.) প্রকাশ বালু শাহর কবর জিয়ারত করেন।

আকবর হায়দার চৌধুরী গতকাল রাতে জানান, তিনি অসুস্থ মানুষ। গতকাল শুক্রবার বাড়িতে এসে জুমার নামাজ আদায় করে বালু শাহ (.) কবর জিয়ারত করে রাতে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাতে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়ি ভাংচুর ও আগুন দেওয়ার বিষয় অবহিত হয়ে ঘুম ভাঙলে বাড়িতে আগুন দেওয়ার বিষয় অবহিত হয়ে ৯৯৯ নাইনে ফোন করলেও কোনো সারা পাননি বলে জানান। আগুনে তাঁর ব্যাক্তিগত প্রাইভেট কারটি পুড়ে গেছে। আগুনে আনিস সাহেবের বাড়ি ঘর জিনিস পত্র পুড়ে যাওয়া পর পুলিশ ও ফায়ার সার্ভিস এসেছে বলে তিনি উল্লেখ করে বলেন ততক্ষণে সবকিছু পুড়ে গেছে বলে জানান।

হাটহাজারী থানার ওসি জাহিদুল ইসলাম ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে আগুন দেওয়ার বিষয়টি রাতে নিশ্চিত করে বলেন, আগুনে ব্যারিস্টার আনিসের পাকা বাড়ি ঘর আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে পুড়িয়ে দেয়া হলো বীর বাহাদুরের বাসভবন
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বাড়ছে শিম চাষ, কানিতে আয় দেড় লাখ