সামপ্রতিক সময়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মোমিনুলের ব্যাটে রান খরা। তবে এটি বিশ্বাস করতে চান না তিনি। খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এটা না ভেবে বরং ইতিবাচক থেকে এই অবস্থা থেকে বের হতে চান মোমিনুল। শনিবার সংবাদ সম্মেলনে নিজের ফর্ম নিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না যে আমি ব্যাড প্যাচের মধ্যে আছি। যদি বিশ্বাস করি তাহলে এটা থেকে বের হতে পারব না। আমার কাছে মনে হয় আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি, দলের ওপর অনেক আত্মবিশ্বাসী। সবাই সবার সেরা পারফরম্যান্স দেখাতে পারবে ইনশাআল্লাহ্।’
উল্লেখ্য, ০, ২, ৬ ও ৫- দক্ষিণ আফ্রিকা সফরের দুই টেস্টের চার ইনিংসে এগুলো বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হকের রান। শুধু এ দুই টেস্ট নয়। শেষ তিন সিরিজের ছয় টেস্টের ১২ ইনিংসে মোটে একবার ফিফটি করেছেন মোমিনুল দশের আগেই আউট হয়েছেন নয়বার। তবে ব্যাটিং কোচ সিডন্সের বিশ্বাস শ্রীলংকার বিপক্ষে সিরিজে নিশ্চিতভাবেই রানে ফিরবেন মোমিনুল।