ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোরের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা শহরের রিজার্ভ বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোর দুর্জয় দাশ (১৪) মৃত্যুবরণ করেছে। গত শনিবার দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্জয় দাশ রিজার্ভ বাজার শুটকিপট্টি এলাকার সুজিত দাশের ছেলে। চার বোন, এক ভাইয়ের মধ্যে দুর্জয় দাশ সবার ছোট। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে রিজার্ভবাজার শুটকি পট্টি এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন দুর্জয় দাশ। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুর্জয়ের শরীরের বৃহৎ অংশ ঝলসে যায়। তাৎক্ষণিক দুর্জয়কে উদ্ধার করে স্থানীয়রা রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকরা। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১৩টার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই দুরন্ত কিশোর।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টির স্কুল অব ডিবেটের ৩৩তম ব্যাচের সমাপ্তি
পরবর্তী নিবন্ধহজ্বযাত্রী কল্যাণ পরিষদের সভা