ব্যাডমিন্টনে বাংলাদেশের গৌরব-তানভীর জুটি চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:১১ পূর্বাহ্ণ

ইউনেক্সসানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজের পুরুষ দ্বৈতে অল বাংলাদেশ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর জুটি। শুক্রবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ দ্বৈতের ফাইনালে গৌরবতানভীর জুটি ২১১৯, ১৭২১ ও ২২২০ পয়েন্টে (১ সেট) মিজানুর রহমান ও রাহাতুন নাঈম জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতপূর্ণ প্রথম সেটে গৌরব সিংহ ও আবদুল জহির তানভীর জুটি ২১১৯ পয়েন্টে জিতে যান। দ্বিতীয় সেটে কোর্ট পরিবর্তন করার পর ভাগ্য বদলে যায় মিজানুর রহমান ও রাহাতুন নাঈম জুটির। টানা পয়েন্ট পেতে শুরু করেন তারা। এই গেমে ৭১ পয়েন্টে পিছিয়ে পড়েও ১৫১৩ পয়েন্টে এগিয়ে যায় গৌরবতানভীর জুটি। দ্বিতীয় সেটে মিজান ও নাঈম জুটি ২১১৭ পয়েন্টে জিতলে ১১ সেটে ড্র হয় খেলা। তৃতীয় সেটেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে দুই জুটি। ২০২০ পয়েন্টে সমান ছিল দুই জুটিই। কিন্তু শেষ পর্যন্ত টানা দুই পয়েন্ট পেয়ে ২২২০ পয়েন্টে শেষ সেট জিতে ২১ সেটে চ্যাম্পিয়ন হয় গৌরবতানভীর জুটি।

এদিকে নারী এককের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। মালয়েশিয়ার প্রতিযোগী লিম ঝি শিনকে ২১১৯ ও ২১৯ পয়েন্টের (০ সেট) ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হন ভারতের তানভী রেড্ডি। পুরুষ এককের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কাজাখস্তান। নারী দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে থাইল্যান্ড। মিশ্র দ্বৈতে অল মালয়েশিয়া ফাইনালে দাতু আনিফ ইসাক ও ক্লারিসা সান জুটি ২১১৩ ও ২১১৫ পয়েন্টে (০ সেট) স্বদেশি উই ই তান তার্ন ও তন ঝিং হুই জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

পূর্ববর্তী নিবন্ধশান্তর সেঞ্চুরিতে বিপিএলে শুভসূচনা রাজশাহীর
পরবর্তী নিবন্ধবিগ ব্যাশে রিশাদের ৩ উইকেট