ব্যাডমিন্টনে বাংলাদেশের তিন জুটি সেমিফাইনালে

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:১৪ পূর্বাহ্ণ

ইউনেঙসানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ টুর্নামেন্টের পুরুষ দ্বৈতে বাজিমাত করে স্বাগতিকরা। আগেরদিন চার জুটি কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস রচনা করেন। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার তিন জুটি কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালে জায়গা করে নেন। সকালে মিশ্র দ্বৈতে ঊর্মি আক্তারকে নিয়ে হেরে গেলেও, পুরুষ দ্বৈতে আর ভুল করেননি আল আমিন জুমার। দীর্ঘদিনের সঙ্গী মোয়াজ্জেম হোসেন অহিদুলকে নিয়ে সেমিতে পা রাখেন। ইংল্যান্ডঅস্ট্রেলিয়ার জুটিকে ২১১৪ ও ২৫২৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন তারা। সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের গৌরব সিংহতানভীর ইসলাম জুটি। ভিয়েতনামের থানডান এন জুটিকে ২১১৫ ও ২১১৫ পয়েন্টের ব্যবধান হারিয়ে শেষ চারে জায়গা করে নেন। ভারতের প্রদীপ কুমারঅতুল কুমার ভাইদের হারিয়ে শেষ চারে উঠেন বাংলাদেশের রাহাতুন নাঈম ও মিজানুর রহমান জুটি। জয়ের দিনে হতাশার গল্পও আছে। চারটি কোয়ার্টারের মধ্যে একটিতে জিততে পারেনি বাংলাদেশ। দিনাজপুরের এলোরা একাডেমির শাটলার রিয়াদুল ইসলামতনয় সাহা জুটি ৯২১, ১৩২১ পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডের লোথংতাছিন জুটির কাছে পরাজিত হন তারা।

পূর্ববর্তী নিবন্ধঅভিমান ভুলে অনুশীলনে ফিরলেন নোয়াখালীর কোচ সুজন
পরবর্তী নিবন্ধচুনতি ডট কম ম্যারাথন আজ