ব্যাডমিন্টনে প্রথম স্বর্ণ চীনের

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৪ আগস্ট, ২০২৪ at ৭:১৯ পূর্বাহ্ণ

প্যারিস অলিম্পিকের ব্যাডমিন্টন ইভেন্টে প্রথম স্বর্ণ জয় করেছে চীন। মিক্সড ডাবলসে শীর্ষ বাছাই ঝেং সিউই ও হুয়াং ইয়াকিয়ং জুটি মাত্র ৪১ মিনিটে দক্ষিণ কোরিয়ান জুটি কিম ওনহো ও জেয়াং নাইয়ানকে পরাজিত করে স্বর্ণ পদক জয় করেন। তিন বছর আগে টোকিও গেমসের ফাইনালে পরাজিত চাইনিজ জুটি এবার আর কোন ভুল করেনি। ২১, ২১১১ পয়েন্টের সরাসরি গেমে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে রেকর্ড সৃষ্টি করেছেন ঝেংহুয়াং জুটি। জাপানের ইতা ওয়াতানবে আরিকা হিগাশিনো জুটি দক্ষিণ কোরিয়ান সিও সেয়াংজায়ে ও চায়ে ইউজুং জুটিকে ২১১৩, ২২২০ পয়েন্টে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয় করেছেন। নারীদের অল চাইনিজ ডাবলসে জেন কিংচেনজিয়া ইয়াফান জুটির বিপক্ষে লড়বে শেংসুটান নিং জুটি। এছাড়া পুরুষ বিভাগের ফাইনালে শীর্ষ বাছাই চাইনিজ জুটি লিয়ং ওয়েইকেংওয়াং চ্যান লড়বে তাইওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন লি ইয়াংওয়াং চিলিনের বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধঅলিম্পিকের সেমিফাইনালে ফ্রান্স,স্পেন, মরক্কো ও মিশর
পরবর্তী নিবন্ধহিটেই বাদ পড়লেন সোনিয়া ও ইমরানুর