বিপিএল শুরু হতে আর মাত্র তিনদিন বাকি। আর এবারের বিপিএলের প্রথশ দিনেই মাঠে নামবে ফরচুন বরিশাল। শুধু প্রথম দিন নয়, একেবারেই প্রথম ম্যাচেই মাঠে নামছে বরিশাল। নিজেদের প্রথম ম্যাচে বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম। এবারের বিপিএলে বেশ শক্তিশালী দল গঠন করেছে বরিশাল। আর দলটির নেতৃত্বে রয়েছে বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। তাই বিপিএলের মাঠে নামার আগে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন সাকিব। গতকাল ব্যাটে-বলে বেশ ভালই ঘাম ঝরিয়েছে সাকিবরা। বিশেষ করে সাকিব নিজে যেন শতভাগ প্রস্তুত করে নিচ্ছে। গতকাল সোমবার দুপুরে যথা সময়ে অনুশীলনে উপস্থিত বিশ্বসেরা তারকা সাকিব আল হাসান। আগেরদিন মাশরাফি, মুশফিক, তামিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ শেরে বাংলা স্টেডিয়াম লাগোয়া একাডেমি মাঠে উপস্থিত হয়ে নিজেদের মধ্যে অনেকক্ষণ একান্তে কথা বলেছেন। আড্ডায় মেতেছেন। এরপর একটি নির্দিষ্ট সময় গিয়ে ব্যক্তিগত পর্যায়ে কিংবা দলের সঙ্গে অনুশীলন করেছেন। সাকিব গতকাল ঠিক দুপুর দেড়টায় মাঠে ঢুকে অল্প কিছুক্ষণের মধ্যেই একাডেমি মাঠের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনে নেমে পড়েন। এরপর অন্তত ৩০ থেকে ৪০ মিনিট একটানা ব্যাটিং অনুশীলন করলেন। তবে গতকাল সাকিব পুরো সময়টা অনুীশলন করেছে ছুঁড়ে দেয়া বলে। একসঙ্গে তিনজনের ছুড়ে দেয়া বলে ব্যাটিংটা ঝালিয়ে নিলেন সাকিব। অনুশীলনের ধরন ও সময়ের হিসেবই বলে দিল আপাতত ব্যাটিংটা নিয়েই কাজ করতে বেশী উৎসাহি সাকিব। নিবিড় ব্যাটিং সেশনের পর কিছুক্ষণের বিশ্রাম। এরপরই চলে গেলেন নিজের দল বরিশালের নেটে। সেখানে একটানা ২০ মিনিট বোলিং করলেন। বরিশালের নেটে সাকিবের টানা বোলিং অনুশীলন খুব কাছ থেকে দেখলেন হেড কোচ খালেদ মাহমুদ সুজন। সাকিবের অনুশীলনই বলে দিচ্ছে যথারীতি বিপিএলে শতভাগ সিরিয়াস তিনি।
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এ আসরের আগে নিজেকে পুরোপুরি তৈরি করতেই তার এ বাড়তি ঘাম ঝরানো। সাকিবের দলে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের দুই সেরা তারকা গেইল এবং ব্রাভো। এছাড়া স্থানীয় ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার রয়েছে। সব মিলিয়ে এবারের বিপিএলের শিরোপা জিততে প্রত্যয়ী সাকিব আল হাসান। আর সে জন্যই যে কয়টা দিন রয়েছে সে সময়ে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নিতে চাইছেন সাকিব।