ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ে শুরু টাইগার নারীদের

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং সিরিজ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৭ মে, ২০২৫ at ৭:৫৫ পূর্বাহ্ণ

জাতীয় দলের আশপাশে থাকা সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে শুরু করেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচেই হেরে গেল স্বাগতিক নারীরা। বাংলাদেশের ইমার্জিং দলের বেশিরভাগ ক্রিকেটারেরই আছে আন্তর্জাতিক অভিজ্ঞতা। কিন্তু প্রথম ম্যাচে সেই অভিজ্ঞতার ছাপ রাখতে ব্যর্থ ইশমা তানজিম, দিলারা আক্তার, স্বর্ণা আক্তাররা। আর তাতেই ৫ উইকেটের হার দিয়ে সিরিজ শুরু করতে হলো স্বাগতিক নারীদের। গতকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রথম এক দিনের ম্যাচে বাংলাদেশ ইমার্জিং নারী দলকে ৫ উইকেটে হারায় সফরকারীরা। তিন ম্যাচ সিরিজে ১০ তে এগিয়ে তারা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই সাথি রানির উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৪৪ রানের জুটি গড়েন ইশমা ও শারমিন সুলতানা। ভালো শুরুর পর তারা কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ৩ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ২৯ রান করেন ইশমা। অধিনায়ক শারমিনের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৩৪ রান। চার নম্বরে নেমে দলকে এগিয়ে নিতে থাকেন সুমাইয়া। ৬৯ বলে ৬টি চারের সাহায্যে হাফ সেঞ্চুরি পুরণ করেন ১৯ বছর বয়সী ব্যাটার। এরপর আর টিকতে পারেননি। দলকে দেড়শ পার করিয়ে ড্রেসিং রুমের পথ ধরেন তরুণ ব্যাটার। ৫২ রান করেন সুমাইয়া। পরে আর কেউ দায়িত্ব নিতে পারেননি। ফলে ১৭৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ নারী ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ২ টেস্টসহ মোট ২৬টি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন ডেলমারি টাকার। ২টি করে উইকেট নিয়েছেন এনজুজা এবং জাফটা।

১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে সফরকারীদের চেপে ধরেছিলেন ফারিহা তৃষ্ণা। পরপর দুই ওভারে দুই উইকেট নেন বাঁহাতি এই পেসার। বাঁহাতি স্পিনে সানজিদা আক্তারও উইকেট শিকারে যোগ দিলে মাত্র ২৪ রানে ৩ ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে যায় প্রোটিয়া নারীরা। কিন্তু টাকারের সঙ্গে ৫৫ রানের জুটিতে শুরুর চাপ সামলান টানিক্লিফ। ২৪ রান করা টাকারকে কট বিহাইন্ড করে জুটি ভাঙেন স্বর্ণা। পরের ওভারে তিনি ভেরুন্নিসা রেড্ডিকে বোল্ড করলে আশার আলো দেখতে থাকে স্বাগতিকরা। বাংলাদেশের সেই সম্ভাবনা আর বাড়তে দেননি টানিক্লিফ ও মার্ক্স। অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তারা। ১১৮ বলে ৮ চারের সাহায্যে ৮৯ রান করেন টানিক্লিফ। বাউন্ডারি মেরে ম্যাচ জেতার পাশাপাশি নিজের ফিফটি পূর্ণ করেন মার্ক্স। তিনি অপরাজিত থাকেন ৫০ রান করে। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ফারিহা এবং স্বর্ণা। একই মাঠে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতল কিশোরগঞ্জ জেলা
পরবর্তী নিবন্ধশাওকীর সিরিজে শাশ্বত আসছে ‘গুলমোহর’