প্রথম ওয়ানডেতে অপ্রত্যাশিত হারের পর ঘুরিয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ১–১ সমতা ফিরিয়েছিল তারা। বাংলাদেশের কামব্যাক দেখে ভক্তদের মনে আশা জেগেছিল। শেষ ম্যাচ জিতে সিরিজের সোনালী ট্রফি ঘরে তুলতে পারবে টাইগাররা। কিন্তু সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স দেখে হতাশ ভক্তরা। শ্রীলঙ্কার দেওয়া ২৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে গেছে মাত্র ১৮৬ রানে। সেটিও আবার ১১.২ ওভার বাকি থাকতেই। হারটা ৯৯ রানের বিশাল। ভক্তদের আরও একটি নির্মম সত্যের অভিজ্ঞতা দিচ্ছে বাংলাদেশ। এখন লাল–সবুজ বাহিনী ওয়ানডেতে ৫০ ওভার ব্যাটিং করার অভ্যাসটাই যেন ভুলে গেছে। প্রথম ওয়ানডেতে অলআউট হয়েছে ৩৫.৫ ওভারে। অর্থ্যাৎ ১৪.১ ওভারে আগে। দ্বিতীয় ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের দল টিকেছে ৪৫.৫ ওভার পর্যন্ত। অর্থাৎ ৪.১ ওভার বাকি থাকতেই অলআউট। এতকিছু মেনে নিয়েও গত মঙ্গলবার বাংলাদেশের জয়ের স্বপ্ন দেখেছিলেন ভক্তরা। শেষমেশ তা হয়ে উঠলো দুঃস্বপ্ন। শুরুতেই উইকেট হারানোর পর মাঝের দিকেও ভালো খেলতে পারেনি টাইগাররা। দায়িত্বশীল ব্যাটিংয়ের আসল সংজ্ঞাটাই তাদের কাছে যেন এখনো স্পষ্ট নয়।
ম্যাচের পর বাংলাদেশের ভুলের স্বীকারোক্তি দিয়েছেন অধিনায়ক মিরাজ। তিনি বলেন, উইকেটটা দারুণ ছিল। আমরা ইতিবাচক খেলার কথা বলেছিলাম। যদি সুযোগ পাই, তাহলে গভীর পর্যন্ত ব্যাটিং করতে হবে। আর শেষ ১০ ওভারে আরও আগ্রাসী হওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু আমি মনে করি আমরা ভুল করেছি। আমরা মাঝখানে এবং ওপেনারদের কাছ থেকে জুটি পাইনি। সেটাই আমাদের জন্য সমস্যা হয়েছে। কারন এখনকার ক্রিকেটে ব্যাটারদেরকেই বড় রোল প্লে করতে হয়। বোলিংয়ের দিক থেকে বাংলাদেশ শুরুর দিকে খরুচে থাকলেও শেষ দিকে ভালো করেছে। সেই বিষয়টি উল্লেখ করে মিরাজ বলেন আমি মনে করি শেষ ১০ ওভারে আমরা খুব ভালো বোলিং করেছি। এখানে বোলিং করা সহজ নয়। কারণ উইকেটটা দারুণ ছিল। তাসকিন, মোস্তাফিজ আর স্পিনাররা খুব ভালো করেছে। তবে মিরাজ বলেণ আমাদের দলটা তরুণ। ওদের সময় দিতে হবে। যদি সুযোগ দেওয়া হয় তাহলে একদিন সেটা ফল দেবে।