অনেকটা চমক দিয়ে মোসাদ্দেক হোসেনকে টেস্ট দলে যুক্ত করেছেন বিসিবি নির্বাচকরা। তাদের কাছে একজন অলরাউন্ডারের জায়গায় কেবল একজন অফ স্পিনার নেওয়াই যথেষ্ট মনে হচ্ছে না। তাই মোসাদ্দেকের দলে ঢোকা। অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের চোটে এরই মধ্যে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের দলে এসেছেন অফ স্পিনার নাঈম হাসান। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, মিরাজের অনুপস্থিতিতে চট্টগ্রাম টেস্টের জন্য দলে একজন ব্যাটিং অলরাউন্ডারের প্রয়োজন অনুভব করছেন তারা। ‘যেহেতু মিরাজ নেই, নাঈম কিছুদিন ধরে খেলার বাইরে আছে। তাই একজন ব্যাটিং অলরাউন্ডার নিলাম। ক্যাম্পে দুজন কেমন করে, কী অবস্থায় আছে, সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’ নির্বাচকদের এই চাওয়ার জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে সামপ্রতিক সময়ে প্রায় কিছু না করেই টেস্ট দলে ফিরলেন মোসাদ্দেক। ২০১৯–২০ ও ২০২০–২১ মৌসুমে ব্যাটিং ও বোলিংয়ে ছিলেন নিষ্প্রভ। দুই মৌসুম মিলিয়ে ৪১.৫ গড়ে ২ উইকেট নেন মোসাদ্দেক। এই সময়ে তার স্ট্রাইক রেট ১১৭। ২০১৯–২০ মৌসুমে ব্যাটিংয়ে ৩ ম্যাচে ৫ ইনিংস মিলিয়ে ২৬ গড়ে করেন কেবল ১০৪ রান। সর্বোচ্চ অপরাজিত ৪৮। ২০২০–২১ মৌসুমে ৩ ম্যাচে ৫ ইনিংসে দুই ফিফটিতে ৩৭.৫০ গড়ে রান ১৫০। সর্বোচ্চ অপরাজিত ৫০।
থমকে থাকা টেস্ট ক্যারিয়ারকে গতি দিতে প্রস্তুতি পর্বে ভালো করতে হবে তাকে, যা শুরু হবে ৮ মে। সেদিনই বাংলাদেশে পৌঁছাবে শ্রীলংকা। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শের–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ টেস্ট দল: মোমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম (ফিটনেস প্রমাণ সাপেক্ষে)।