দুই ম্যাচের ৪ ইনিংসে ২৬১ রান তোলা ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স টেস্ট সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা পাঁচে বাংলাদেশের আছে তিনজন। এনক্রুমা বোনার ২৩১ রান নিয়ে তালিকার দুই নম্বরে। এরপর যথাক্রমে লিটন দাস (২০০ রান), মেহেদি হাসান মিরাজ (১৯৮ রান) ও মোমিনুল হক (১৮৮ রান)। উইকেট শিকারীদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের রাকিম কর্নওয়াল সবার উপরে। ২ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন দীর্ঘদেহী স্পিনার। ১২ উইকেট নিয়ে দুই নম্বর স্থানে তাইজুল ইসলাম। এরপর যথাক্রমে মেহেদি হাসান মিরাজ (১০ উইকেট), জোমেল ওয়ারিকান (১০ উইকেট) ও আবু জায়েদ রাহি (১ ম্যাচে ৬ উইকেট)।