ব্যাটারি রিকশা বন্ধে সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন করা হবে : মেয়র

ডিজিটালাইজড হবে লাইসেন্স প্লেট মালিক ও চালকরা পাবে আইডি কার্ড

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

নগরে বর্তমানে লাইসেন্সধারী রিকশা আছে ৩৫ হাজার। ভবিষ্যতে তা ৭০ হাজারে উন্নীত করার পরিকল্পনা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এসব রিকশার লাইসেন্স প্লেট বারকোডের মাধ্যমে ডিজিটালাইজড করা হবে। একই সঙ্গে রিকশার মালিক ও চালকদের স্মার্ট আইডি কার্ড প্রদান করবে চসিক।
শহরে রিকশা পরিবহনে শৃঙ্খলা আনার স্বার্থে এসব পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি গতকাল আন্দরকিল্লা নগর ভবনে রিকশা মালিক ও চালক ঐক্য পরিষদ নেতাদের সাথে মতবিনিময়কালে নিজের পরিকল্পনাগুলো তুলে ধরেন। এসময় মেয়র নগরে অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধে সুপ্রিম কোর্টের রায় অবিলম্বে বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দেন।
মেয়র চালকদের একই রঙের পোশাক পরিধান, যত্রতত্র পার্কিং না করা এবং শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে রিকশা মালিক ও চালক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। তিনি বলেন, রিকশা চালকরাও মানুষ। তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নগরের যাতায়াত ব্যবস্থা সচল রেখেছে। তাদের অবহেলা করার কোন সুযোগ নেই। মেয়র একটি বাড়ি-একটি খামার প্রকল্পের আওতায় ভূমিহীন রিকশা চালকদের খাস জমি প্রদানের জন্য জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, রিকশা চালক ইউনিয়নের উপদেষ্টা মো. আব্দুল কাদের।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের আন্দোলনে তাদের মায়েরাও ঢুকে গেছেন : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধপিছিয়ে গেল ‘মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম’ প্রকল্পের নকশা উপস্থাপন কাজ