ব্যাটারি রিকশা জব্দ করায় পুলিশ বক্স ভাঙচুর

এক পুলিশ সদস্য আহত, আটক ২

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

নগরীর খুলশীর জালালাবাদ এলাকায় ব্যাটারি রিকশা জব্দ করায় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে। চুরি করে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ বক্সটিতে থাকা পুলিশের বিভিন্ন সরঞ্জাম। আহত হয়েছেন একজন কনস্টেবল। তার মাথায় ঢিল ছুড়ে মারা হয়েছিল। গতকাল বুধবার সন্ধ্যায় ঝাউতলা রেল বিট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

এর আগে বিকাল থেকে জালালাবাদ এলাকায় ব্যাটারি চালিত রিকশা জব্দে অভিযান পরিচালনা করে পুলিশের একটি টিম। অভিযানে জব্দ করা হয় ১০ থেকে ১২টি ব্যাটারি রিকশা। পুলিশ জানায়, ব্যাটারি রিকশা জব্দে অভিযান চালানোর একপর্যায়ে সন্ধ্যার সময় একদল বিক্ষুব্ধ রিকশা চালক পুলিশ বক্সে হামলা করে। এসময় তারা পুলিশ বক্সটি ভাঙচুর করে সেখানে থাকা পুলিশের বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। তাদের ছোঁড়া ঢিলের আঘাতে একজন কনস্টেবল আহত হন।

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন দৈনিক আজাদীকে বলেন, আটক দুইজনের বিষয়ে যাচাইবাছাই চলছে। ঘটনায় মামলা দায়ের হবে। প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা, রেহানা, টিউলিপদের বিরুদ্ধে তিন মামলায় বাদীর সাক্ষ্য
পরবর্তী নিবন্ধআনোয়ারায় মাছের খইল ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩