নগরের দেওয়ানহাট মোড়ে ব্যাটারিচালিত রিকশা চালকদের সমাবেশ থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ছাত্র ফ্রন্টের দুই নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় পূর্ব অনুমতি না থাকায় ওই সমাবেশ করতে বাধা দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটকরা হলেন ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক ও বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরি জয়, ছাত্র ফ্রন্টের নেতা মিনহাজ উদ্দিন ও রিকশাচালক মো. রুকন।
জানা গেছে, ব্যাটারিচালিত রিকশা জব্দ করা এবং হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে ‘রিকশা, ব্যাটারি রিকশা–ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ’ এর চট্টগ্রাম জেলা শাখা সমাবেশ ও মিছিলের কর্মসূচি ছিল। সাড়ে ১১টার দিকে সমাবেশ শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তিনজনকে আটক করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিকুল সাংবাদিকদের বলেন, তারা কোনো অনুমতি ছাড়া বেআইনিভাবে দেওয়ানহাট মোড়ে যানবাহন বন্ধ করে আন্দোলন করছিল। তাদের পুলিশ সরিয়ে দিয়েছে। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে পূর্ব থেকে মামলা থাকায় তাকে হালিশহর থানায় সোপর্দ করা হয়।
রিকশা, ব্যাটারি রিকশা–ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদের সদস্য সচিব মনির হোসেন বলেন, আমরা রাস্তার পাশে শান্তিপূর্ণ সমাবেশ শুরু করি। পুলিশ এসে বাধা দেয়। পুলিশ মারধর করে। এতে কয়েকজন আহত হয়েছে।