আনোয়ারায় ব্যাটারি চুরির অভিযোগে নিজাম উদ্দিন প্রকাশ আব্দুল মান্নান (৩২) নামে এক যুবককে আটকের পর উত্তেজিত জনতা মারধর করে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইন হাতে তুলে নেওয়ায় ২ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে, চুরির অভিযোগে মারধরের ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, আবদুল মান্নান একজন দুস্কৃতকারী, চুরি করার সময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে মারধর করে। তবে আহতের পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে আহতকে হত্যার উদ্দেশ্যে জখম করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধীকে ধরার পর পুলিশের হাতে তুলে না দিয়ে, নিজেরাই আইন হাতে তুলে নেওয়ার অপরাধে দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয় ও পুলিশ জানায়, জনতার মারধরে আহত নিজামের বিরুদ্ধে এলাকায় নানা অপরাধ সংঘটিত করার অভিযোগ দীর্ঘদিনের। গত রোববার রাতে ব্যাটারি চুরির সময় স্থানীয়রা হাতেনাতে ধরার পর উত্তেজিত জনতার মারধরে তিনি জখম হন। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জানান, ভোরে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখি ব্যাটারি চুরির অভিযোগে নিজামকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, ব্যাটারি চুরির অপরাধে নিজামকে ধরে মারধর করে ভোর ৬টার দিকে আমাকে জানায় স্থানীয়রা। এরপর আমি পুলিশকে বিষয়টি অবহিত করি। পরবর্তীতে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করি। বর্তমানে নিজাম চিকিৎসাধীন রয়েছে। আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, বরুমচড়ার দিঘির পাড় এলাকায় আবদুল মান্নান নামের এক অপরাধীকে ধরে পুলিশে না দিয়ে আইন হাতে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।