ব্যাটারি গলি-বহদ্দারহাটে ১২ দোকানদারকে জরিমানা

মূল্য তালিকা না রাখা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ১১:৪৮ পূর্বাহ্ণ

মূল্য তালিকা না টাঙানোয় ১২ দোকানদারকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার নগরের ব্যাটারি গলি বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অভিযানে বিভিন্ন মুদি দোকান, তেলের দোকান, দৈনন্দিন কাঁচা বাজারের দোকানে মূল্য তালিকা না থাকার অভিযোগে ১২ দোকানদারের বিরুদ্ধে মামলা করে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বহদ্দারহাটে অভিযান পরিচালনা করেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী। অভিযানে ধার্যকৃত মূল্যে সয়াবিন তেল বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া খাতুনগঞ্জে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অপরাধে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধডালিয়া নাছিরের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত
পরবর্তী নিবন্ধবিএসআরএম স্টিলমিলে ৬ মাসে ২৩ বার চুরি