ব্যাটারিচালিত রিকশা আটক করায় ট্রাফিক পুলিশের ওপর হামলা

এক কনস্টেবল আহত, গ্রেপ্তার ৭

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ জুন, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বাংলাবাজার এলাকায় অবৈধ ব্যাটারিচালিত রিকশা আটক করায় ট্রাফিক পুলিশের উপর হামলা চালিয়েছে স্থানীয় রিকশাচালক ও মালিকগণ। এতে ট্রাফিক কনস্টেবল মো. নূর হোসেন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল পৌনে এগারটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আমিনুর রহমান খন্দকার বাদী হয়ে বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেছেন। বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, মামলার এজাহারভুক্ত সাতজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতরা হলো মো. আবুল হোসেন, জুয়েল, ফুলমিয়া, মো. সোলাইমান, দিদার হোসেন, বাইট্টা সোহেল, মো. বেলাল। ওসি বায়েজিদ জানান, শনিবার সকাল সাতটার দিকে বায়েজিদ থানাধীন পলিটেকনিকেল, শেরশাহ, বাংলাবাজার এলাকায় ডিউটি করছিলেন সার্জেন্ট আমিনুর রহমান খন্দকার এবং কন্সটেবল নুর হোসেন, মাসুদ রানা ও ইউনুছ। সকাল সাড়ে দশটার দিকে বাংলাবাজার আলআমিন মসজিদের সামনে অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালিয়ে আটক করেন রিকশা। কন্সটেবল নূর হোসেন আটক রিকশাগুলো ডাম্পিংয়ে নিয়ে যাওয়ার সময় মো. রিশাদ ও মো. আবুল হোসেন মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে। পরে তাদের চিৎকারে আরো ১৪/১৫ জন এসে কন্সটেবল নূর হোসেনকে বেধড়ক পেটায় ও পোশাক ছিড়ে ফেলে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নূর হোসেন বর্তমানে চমেক হাসপাতালের ২০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১৭ বছর পর অক্টোবরে সম্মেলন
পরবর্তী নিবন্ধতদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নসহ ৫ দফা