ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান

রিকশা মালিক পরিষদের প্রতিনিধি সভা

| সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী রিকশা মালিক পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভা গতকাল রোববার বিকাল ৪টায় মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি লায়ন মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা শ্রমিক নেতা নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন পরিষদের উপদেষ্টা এম এ কাদের, বাবু টিটু মহাজন, মহানগরী অটোরিকশা -অটো টেম্পো শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, মহানগরী রিকশা মালিক পরিষদের উপদেষ্টা নজরুল ইসলাম, মনজুর আলম, মো. মনির হোসেন, মো. জসিম উদ্দিন। এসময় আরও বক্তব্য রাখেন আসিফ মাহমুদ আকতার, নুরুল ইসলাম, মো. খুরশিদ কোম্পানি, মোফাজ্জল আহমেদ লেদু, মো. জিকু, মো. আলী, মো. আলাউদ্দিন, মো. সেকান্দর, মো. আব্দুল করিম, মো. ইব্রাহিম প্রমুখ। সভায় বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, উচ্চ আদালতের রায়কে অমান্য করে যে সমস্ত ধান্দাবাজ নেতা অবৈধ ব্যাটারিচালিত রিকশা চালানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধনগরীর বিভিন্ন রুটে বিআরটিসি বাস চলাচল কার্যক্রম উদ্বোধন আজ