বিশ্ববাজারে জ্বালানির দামের নিম্নমুখী প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে দেশেও গ্যাস ও বিদ্যুতের দাম কমিয়ে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক–ই–ইলাহী চৌধুরী। তিনি বলেন, সরকার বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বাড়িয়েছে, যা বিদ্যুতের চাহিদা মেটাতে সহায়তা করেছে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি যদি বৈশ্বিক জ্বালানি বাজারের ভবিষ্যতকে প্রভাবিত না করে, তাহলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি এখনকার মতোই ভালো থাকবে। গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ–এফইআরবির এক প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।
ফিটনেস ঠিক করে ব্যাটারিচালিত অটোরিকশার বৈধতা দেওয়ার কাজ প্রায় চূড়ান্ত করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে অনেক অগ্রগতি হয়েছে। আমরা বুয়েটকে তিন কোটি টাকার মত দিয়েছিলাম। তারা হাইড্রলিক ব্রেক, ব্যাকলাইটসহ একটা স্ট্রাকচার, ডিজাইন দাঁড় করিয়েছে। চলমান অটোরিকশাগুলো কীভাবে সচল রাখা যায়, আবার নতুনগুলো কীভাবে করা যায় এসব নিয়ে কাজ হয়েছে।
তৌফিক–ই–ইলাহী চৌধুরী বলেন, এসব গাড়িতে রেজিস্ট্রেশন দেওয়ার ব্যাপারে বিআরটিএ, শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ হয়েছে। তাদেরকে একটা রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে– এটা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। আমি দুইদিন আগে যোগাযোগ মন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করে এসেছি। বলেছি, বিষয়টি চূড়ান্ত করে ফেলতে। কারণ অটোরিকশা চালকদের এখন খুবই জুলুম হচ্ছে। তাদের কাছে এ–এসে বলে, ‘কাগজ দেখাও’, তমুক এসে বলে, ‘কাগজ দেখাও’।
অটোরিকশার সঙ্গে দেশের ২০ থেকে ৩০ লাখ পরিবারের জীবিকা জড়িত মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তাদের দরকার স্বীকৃতি। আমরা হয়ত আগামী দুই তিন মাসের মধ্যে এই স্বীকৃতি দিয়ে দেব। একটা বড় কনভেনশন করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তাদের স্বীকৃতি দেওয়া হবে।