এসো বন্ধু প্রাণের টানে’- স্লোগান নিয়ে হয়ে গেলো সামাজিক এবং বন্ধুত্বের প্লাটফর্ম ব্যাচ ৯৪ বিডি’র লোগো উন্মোচন ও মিলনমেলা। নগরীর একটি রেস্টুরেন্টে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত এই মিলনমেলায় চার শতাধিক বন্ধুর সমাগম ঘটে। অনুষ্ঠানে পরিচিতি পর্ব ছাড়াও কেক কাটা, ছাত্রজীবনের স্মৃতিচারণ, মধ্যাহ্নভোজ, আড্ডা-কথামালা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠে ৯৪ বন্ধুরা।
বন্ধুত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করতে দেশের এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত এই প্লাটফর্মে বিভিন্ন থানা ও জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের পাশাপাশি ৯৪ সালে এসএসসি পাশ করা অসহায় বন্ধুদের সহায়তার জন্য বিশেষ উদ্যোগ নেয়ার সিদ্ধান্ত হয়। অনুষ্ঠানে কাজের স্বীকৃতিস্বরূপ ৫ জন বন্ধুকে গ্রুপের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় অ্যাডমিন প্যানেলের মো. জাহেদুল হাসান, মো. আলাউদ্দিন, সাইফুল ইসলাম আজাদ, মো. আলী হোসেন, ইয়াছিন সরকার, মোর্শেদ হোসেন, আরিফ জামান, রাসেদ হাজারী, সালাউদ্দিন আরিফ, সরওয়ার চৌধুরী রুবেল, গোলাম কিবরিয়া, সাইফুদ্দিন শিবলী, ফোরকান উদ্দিন টিপু, হাবিবা হারুণ, আনোয়ারা রিনু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












