আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলা, পাশা, হাবু ভাইদের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে শিমুল চরিত্রটিও। সেই শিমুল এখন গ্র্যাজুয়েট। জানা গেছে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)-এ বিএসসি সম্পন্ন করেছেন তিনি। খবর বাংলানিউজের। এই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে শিমুল অফিসিয়ালি গ্রাজুয়েশন সম্পন্ন করেন ২০২১ সালে। তবে বুধবার (০৬ এপ্রিল) মিরপুর ১৪ নম্বরের পুলিশ কনভেশন হলে তার কনভোকেশন অনুষ্ঠিত হয়। সেখানেই সনদ বুঝে পান এই অভিনেতা।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরেই নির্মাতা কাজল আরেফিন অমির সহকারী হিসেবে ‘বুম ফিল্মস’-এ কাজ শুরু করেন শিমুল। কাজের পাশাপাশি পড়ালেখা শেষ করেছেন তিনি। ফেনীতে জন্ম নেওয়া শিমুল শর্মা পরিচালক হওয়ার স্বপ্ন নিয়েই কাজল আরেফিন অমির সঙ্গে সহাকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।