‘ব্যাকস্ট্রিট বয়েজ’ আবার আসছে সামনে

| বুধবার , ২৯ জুন, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

প্রায় সাড় চার কোটি চীনা দর্শকভক্তের হৃদয়ে ছাপ রেখে গেল তুমুল জনপ্রিয় পপ ব্যান্ড দল ‘দ্য ব্যাকস্ট্রিট বয়েজ’। ডিজিটিল মিউজিক নিউজ জানাচ্ছে চীনের দর্শকদের জন্য শেষ শুক্রবারে একটি লাইভস্ট্রিম শো করে ১৯৯৩ সালে ফ্লোরিডার অরল্যান্ডো থেকে উঠে আসা ৯০ দশকের অন্যতম তুমুল জনপ্রিয় এই পপ ব্যান্ড দলটি। এখন ব্যান্ডদলটির পরিকল্পনা আগামী চীনে লাইভ কনসার্টে যাবেন তারা।

নব্বইয়ের দশকে প্রতিষ্ঠিত এই দলটির একাদশ বিশ্বব্যাপী কনসার্ট ডিএনএ’র প্রথম ও দ্বিতীয় ধাপে দেড়শটি আয়োজন শুরু হয় কোভিড মহামারীর আগের বছর ২০১৯ এ। কিন্তু মহামারীর জন্য ২০২০ এর ১৫ মার্চ আয়োজনটি ছোট করে আনা হয়।এরপর সে সব আয়োজন ২০২১ সালেও শেষ করা সম্ভব হয়নি। খবর বিডিনিউজের। এখন ২০২২ এবং ২৩ সাল জুড়ে বিশ্বব্যাপী কনসার্ট করবে ব্যাকস্ট্রিট বয়েজ। বিশ্বব্যাপী কনসার্ট ডিএনএ’র শুক্রবার ব্যাকস্ট্রিট বয়েজ লাইভস্ট্রিম শো-তে আসে। দুই ঘণ্টার ওই শোটি আগে রেকর্ড করা ‘সো মি দ্য মিনিং’ দিয়ে শেষ হয়েছে।

দ্য ব্যাকস্ট্রিট বয়েজ বর্তমানে উত্তর আমেরিকা সফরে আছে, চীন সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন সদস্যরা। এজে ম্যাকলিন, হাউয়ি ডরো, কেভিন রিচার্ডসন, নিক কার্টার এবং ব্রায়ান লিটরেলকে নিয়ে পাঁচজনের এই দলটি ১৯৯৬ সালে বের করে প্রথম আন্তর্জাতিক অ্যালবাম ‘ব্যাকস্ট্রিট বয়েজ’। ওই একটি অ্যালবাম দিয়েই বিশ্বসঙ্গীত জগত চিনে নেয় ব্যান্ডটিকে। ধারাবাহিকতা ধরে রাখতে পরের বছর ১৯৯৭ সালে ৯৭ সালে সঙ্গীতানুরাগীদের উপহার দেয় ‘ব্যাকস্ট্রিট ব্যাক’। পরপর দুটি অ্যালবামেই সুনাম কুড়ায় ব্যান্ডটি।

পূর্ববর্তী নিবন্ধত্রিভুজ প্রেমের গল্প ‘পরান’
পরবর্তী নিবন্ধতৌসিফ জানেন না বিয়ের পাত্রী তানজিন তিশা!