ব্যাংক পরিচালকদের সভা সম্মানীর নিয়মে পরিবর্তন

| মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

বিভিন্ন সভায় উপস্থিতির জন্য ব্যাংক পরিচালকদের সম্মানী দেওয়ার নিয়মে ‘কিছুটা’ পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, প্রতি মাসে পরিচালকরা পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির সম্মিলিতভাবে ছয়টি সভায় উপস্থিতির জন্য সম্মানী পাবেন। এর বাইরে অডিট কমিটির একটি সভা ও ঝুঁকি ব্যবস্থাপনার একটি সভায় উপস্থিতির জন্য সম্মানী পাবেন তারা। আগের নিয়মেও পরিচালকরা মাসে সর্বোচ্চ আটটি সভার জন্যই সম্মানী পেতেন। কিন্তু এতদিন পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির সভার সংখ্যা নির্দিষ্ট করা ছিল। খবর বিডিনিউজের।

নতুন সার্কুলারটি সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় বাংক। তাতে ব্যাংকগুলোকে সীমিত সংখ্যক সভা আয়োজন করার আহ্বানও জানানো হয়েছে। গত ফেব্রুয়ারিতে পৃথক নীতিমালা জারি করে ব্যাংক পরিচালকদের সভায় অংশগ্রহণের সম্মানী বাড়ায় কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে পরিচালকরা প্রতি সভায় অংশগ্রহণের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা সম্মানী পান। ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৮ হাজার টাকা সম্মানী পেতেন ব্যাংক পরিচালকরা। এর আগে তাদের সম্মানী ছিল ৫ হাজার টাকা।

পূর্ববর্তী নিবন্ধএস আলমের ৮ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করতে দুদকের চিঠি
পরবর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার : প্রেস সচিব