চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে জাফর আলী চৌধুরী (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্র্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে। স্বামী–স্ত্রীর বিরোধের জেরে স্ত্রী স্বামীকে হত্যা করেছেন বলে অভিযোগ নিহতের পরিবারের। অপরদিকে কথা কাটাকাটির জেরে জাফর আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্ত্রী রোমানা ইসলাম (৩৪)। মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, জাফর আলী আল আরাফাহ ইসলামী ব্যাংকের নগরের কদমতলী শাখার সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বাড়ি ফটিকছড়ি। মা–বাবা দেশের বাইরে রয়েছেন। আর স্ত্রী রোমানার বাড়ি পটিয়ায়। তাদের বিয়ে হয়েছে ১০ বছর। নিহতের দুটি সন্তান রয়েছে। এদের মধ্যে একজনের বয়স ৯ বছর, আরেকজনের ৫ বছর।
স্বামী হত্যার ঘটনায় অভিযুক্ত স্ত্রী রোমানা ইসলামকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। গতকাল রোববার বিকাল ৪টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট হতে ৬টা ৫৫ মিনিটের যেকোনো সময় ঘটনাস্থল চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক বি–ব্লক ডাক্তার ইছা চৌধুরীর বিল্ডিংয়ে অভিযুক্ত রোমানা ইসলাম ও অজ্ঞাতনামা আসামিরা ভিকটিম মো. জাফর আলী চৌধুরীকে হত্যা করে–এমন খবর পায় পুলিশ। উক্ত ঘটনায় এজাহারের প্রেক্ষিতে চান্দগাঁও থানায় পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
জাফর আলীর আত্মীয় ইমাম হোসাইন আজাদীকে বলেন, তাদের স্বামী–স্ত্রীর মধ্যে অনেক দিন ধরে অমিল রয়েছে। বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। জাফরের স্ত্রীর পরিবার প্রায় সময় তাকে মারার হুমকি দিত। কালকে হঠাৎ কল দিয়েছে, কান দিয়ে নাকি রক্ত যাচ্ছে। এরপর হাসপাতালে নিয়েছে। এরপর তারা তার মৃতদেহ রেখে চলে গেছে। আমাদের মনে হচ্ছে তাকে মেরে ফেলা হয়েছে। তার কান দিয়ে রক্ত বের হচ্ছিল। এছাড়া হাতে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিবার আইনগত ব্যবস্থা নেবে। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। তিনি বলেন, তার স্ত্রী বলছে কথা কাটাকাটি থেকে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে জাফর। অথচ সুরতহালে ওই রকম কোনো চিহ্ন নেই।
চান্দগাঁও থানার ওসি জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতাল থেকে জাফর আলীর লাশ উদ্ধার করা হয়। পরে জাফরের ভাইয়ের করা মামলায় রোমানাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, রোমানার দাবি তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাতে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়েছিল। জাফরের গলায় কালো দাগ, হাতে নখের আচড়, মাথার পেছনে ফোলা আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।